Optical Illusion: শিল্পীর তৈরি এই ধাঁধার সমাধান করতে পেরেছেন কেবল ২ শতাংশ মানুষ; চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
শিল্পীর আঁকা পেনসিল স্কেচের এই ছবিটিতে দেখা যাচ্ছে এক মহিলাকে। হাওয়ায় উড়ছে তাঁর মেঘের মতো ঘন কেশরাশি। সুন্দর একটি পোশাক পরিহিতা ওই মহিলা হেসে হেসে যেন ফোনে কথা বলছেন!
কলকাতাঃ দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ইউক্রেনের শিল্পী ওলেগ শাপলিয়াকের তৈরি এই অপটিক্যাল ইলিউশন গোটা বিশ্বের মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শিল্পীর আঁকা পেনসিল স্কেচের এই ছবিটিতে দেখা যাচ্ছে এক মহিলাকে। হাওয়ায় উড়ছে তাঁর মেঘের মতো ঘন কেশরাশি। সুন্দর একটি পোশাক পরিহিতা ওই মহিলা হেসে হেসে যেন ফোনে কথা বলছেন! তবে এই স্কেচের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি-দুটি নয়, বরং চার-চারটি ছবি। আর এখান থেকেই লুকিয়ে থাকা ছবিগুলি খুঁজে বার করতে হবে। যেটা বেশ চ্যালেঞ্জিং!
advertisement
advertisement
খোদ শিল্পী জানিয়েছেন যে, গোটা বিশ্বের জনসংখ্যার মাত্র ২ শতাংশই ওই চারটে ছবি খুঁজে বার করতে সক্ষম হয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে যে, এই ধাঁধা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। সময় নিয়ে খুঁটিয়ে ছবিটি পরীক্ষা করতে হবে, তবে যদি পাওয়া যায়! তবে না পাওয়া গেলেও অসুবিধা নেই, এই চ্যালেঞ্জ সমাধান করে দিয়েছেন এই ইলিউশনের সৃষ্টিকর্তাই।
advertisement
ওলেগ শাপলিয়াক বলেন যে, মহিলার ডান দিকের গালের কাছটা লক্ষ্য করতে হবে। যেটা অনেকে মোবাইল ফোন ভেবে ভুল করছেন, ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে যে, সেটি আসলে ছবিতে লুকিয়ে থাকা দ্বিতীয় মহিলা। তৃতীয় মহিলাকে খুঁজে বার করতে গেলে অবশ্য বেশ বেগ পেতে হবে। সাইড প্রোফাইল ভিউতে প্রধান ছবিটি অর্থাৎ প্রথম মহিলার হাতের দিকে মনোনিবেশ করতে হবে। তবে চতুর্থ মহিলাকে খুঁজে বার করা অপেক্ষাকৃত সহজ। কারণ প্রধান ছবিটি অর্থাৎ প্রথম মহিলার পেটের কাছটা লক্ষ্য করলেই দেখা যাবে একজোড়া ঠোঁট।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 11:31 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: শিল্পীর তৈরি এই ধাঁধার সমাধান করতে পেরেছেন কেবল ২ শতাংশ মানুষ; চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?