Optical Illusion: জঞ্জালের স্তূপ থেকে বিড়াল খুঁজে বের করতে পারবেন! মাত্র ৩০ সেকেন্ডে পারলে জানবেন রেকর্ড করলেন আপনি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই ছবিটিতে লুকিয়ে থাকা একটি বিড়ালকে খুঁজে বের করতে হবে। ভাইরাল হওয়া এই ছবিটি ভাল করে দেখে খুঁজে বের করতে হবে কোথায় লুকিয়ে রয়েছে বিড়ালটি।
কলকাতা: ইদানীং অপটিক্যাল ইলিউশনের ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এই ছবিগুলি দেখে বেশিরভাগ মানুষই বিভ্রান্ত হয়ে পড়েন। যদিও মানুষ অপটিক্যাল ইলিউশন কুইজ গেম খেলতে পছন্দ করে। এই ছবিগুলোতে এমন কিছু লুকিয়ে থাকে যা দেখা প্রথম দেখায় চোখেই পড়ে না। এই ছবিগুলি মস্তিষ্কের ব্যায়াম করতে সাহায্য করে।
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবিতে, কিছু জিনিস এমন ভাবে লুকানো থাকে যে সেগুলি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। এই ছবিটিও তেমনই একটি ছবি যা অপটিক্যাল ইলিউশন একটি নিখুঁত উদাহরণ হিসাবে বিবেচিত হতে পারে।
এই ছবিটিতে লুকিয়ে থাকা একটি বিড়ালকে খুঁজে বের করতে হবে। ভাইরাল হওয়া এই ছবিটি ভাল করে দেখে খুঁজে বের করতে হবে কোথায় লুকিয়ে রয়েছে বিড়ালটি। ছবিতে বিড়াল খুঁজে বের করার জন্য মাত্র ৩০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ভাইরাল হওয়া এই ছবিতে বিড়ালটি চোখের সামনে থাকলেও সহজে কেউ দেখতে পান না। বিড়ালটি খুব চতুর ভাবে ছবিতে লুকিয়ে রয়েছে। বেশির ভাগ মানুষই এই বিড়ালকে খুঁজে বের করতে পারেন না।
এই ছবিটিতে প্রাথমিক ভাবে দেখা যায় একটি আবর্জনার স্তূপ, যেখানে জড়ো করা হয়েছে নানা রকমের ভাঙাচোরা জিনিস। কিন্তু এই ছবিতে একটি বিড়ালও লুকিয়ে রয়েছে, যাকে খুঁজে বের করাই হল চ্যালেঞ্জ। তাও মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে।
advertisement

অপটিক্যাল ইলিউশন দিয়ে ছবি দেখার পর মনে হয় আমাদের চোখকে ফাঁকি দেওয়া হচ্ছে। অনেক সময় এই ছবিগুলি দেখে মানুষ বিভ্রান্ত হয়। যদি কোনও ব্যক্তি আইকিউ স্তর পরীক্ষা করাতে চান তবে এই ছবিটি তার জন্যও উপযুক্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যদি এই ছবিতে বিড়ালটিকে খুঁজে পান তবে তাঁকে জিনিয়াস বলা যেতেই পারে।
advertisement
এমনকী সুতীক্ষ্ণ মনের মানুষও এই ছবিতে বিড়াল খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন বহুবার। অনেকেই বলছেন, এই ছবিতে বিড়ালটিকে কোথাও দেখা যাচ্ছে না। এই ছবিতে বিড়ালটিকে খুঁজে পাওয়া কঠিন, কারণ বিড়ালের রঙ এবং ছবিতে দেখা জিনিসগুলি একই রকম। শেষ পর্যন্তও বিড়ালটি খুঁজে না পেলে কোনও চিন্তা নেই। এক বার চিহ্নিত করে দেখিয়ে দিলেই খুব সহজে খুঁজে পাওয়া যাবে চোখ পাকিয়ে তাকিয়ে থাকা বিড়ালটিকে। সে আছে ডান দিকে, খুঁজে পাওয়া গেল কি?
Location :
First Published :
October 15, 2022 8:52 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: জঞ্জালের স্তূপ থেকে বিড়াল খুঁজে বের করতে পারবেন! মাত্র ৩০ সেকেন্ডে পারলে জানবেন রেকর্ড করলেন আপনি