Optical Illusion: রান্নাঘরের কোথাও লুকিয়ে রয়েছে ছোট্ট রেকুন; মাত্র ১৫ সেকেন্ডে তাকে খুঁজে বার করতে পারবেন কি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রেকুনটিকে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই খুঁজে বার করতে হবে। আর এটাই আজকের চ্যালেঞ্জ।
কলকাতা: একটা সুন্দর রান্নাঘর, যেখানে ইতি-উতি ছড়িয়ে রয়েছে খাবারদাবার আর শাক-সবজি। মেঝেয় বসে খাবারের অপেক্ষায় রয়েছে একটি বিড়াল। এটা তো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছেই। কিন্তু যেটা চট করে চোখে পড়বে না, সেটা হল একটা রেকুন। সে-ও বোধহয় খাবারের অপেক্ষাতেই লুকিয়ে রয়েছে রান্নাঘরের এক জায়গায়। মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বার করতে হবে সেই ছোট্ট প্রাণীটিকে।
হ্যাঁ, আজকের অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ এটাই। তবে বাজি ধরে বলা যেতে পারে, এই চ্যালেঞ্জ সহজে জেতা যাবে না। এই অপটিক্যাল ইলিউশন আসলে দৃষ্টি বিভ্রম। যা মানুষের মনে কৌতূহল জাগায়। আর অনেকেই অপটিক্যাল ইলিউশনে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। এতে অবশ্য তাঁদের মস্তিষ্ক এবং চোখের কার্যকারিতা বাড়ে। শুধু মস্তিষ্কই নয়, চোখের নজরও বেশ তীক্ষ্ণ হয়। ফলে মানুষ ইন্টারনেটে এই অপটিক্যাল চ্যালেঞ্জ খুঁজে বেড়ান।
advertisement
advertisement
ছবিটিতে কী রয়েছে ?

দেখা যাচ্ছে, একটা রান্নাঘরের ছবি। রান্নাঘরের জানলা খোলা। টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শাক-সবজি। আর কাটিং বোর্ডের উপর রাখা রয়েছে চিজ এবং সালামি। আর একটা টেবিলে রয়েছে বিশালাকার একটা চিংড়ি। এক জায়গায় রান্না হচ্ছে। মেঝেতে বসে রয়েছে ছোট্ট একটা বিড়াল। আর এখানেই না কি লুকিয়ে রয়েছে একটি রেকুনও। কিন্তু ভাল করে না-দেখলে বোঝাই যাবে না যে, কোথায় সেই রেকুন ঘাপটি মেরে বসে রয়েছে।
advertisement
কোথায় রয়েছে রেকুনটি ?
এই রেকুনটিকে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই খুঁজে বার করতে হবে। আর এটাই আজকের চ্যালেঞ্জ। আসলে এই অপটিক্যাল ইলিউশনটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর অধিকাংশ মানুষই খুঁজে বার করতে পারেননি রেকুনটিকে। তবে বলা যায়, ভাল করে খুঁটিয়ে দেখলেই খুঁজে পাওয়া যাবে তাকে। তা-হলে সময় নিয়ে মাথা ঠান্ডা করে খোঁজা যাক। তবে এর পরেও যদি খুঁজে পাওয়া না-যায়, তা-হলে আমরা ছুঁজে দিচ্ছি রেকুনটিকে। ছবিটার একেবারে ডান দিকে লক্ষ্য করতে হবে। রান্নাঘরের খোলা জানলার পাশে রাখা একটা ব্যাগের পিছনেই গা-ঢাকা দিয়েই বসে রয়েছে রেকুনটি। শুধুমাত্র মাথাটাই দেখা যাচ্ছে রেকুনের।
Location :
First Published :
November 10, 2022 3:59 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: রান্নাঘরের কোথাও লুকিয়ে রয়েছে ছোট্ট রেকুন; মাত্র ১৫ সেকেন্ডে তাকে খুঁজে বার করতে পারবেন কি?