Optical Illusion: ছবিতে 'n'-এর ভিড়ে লুকিয়ে 'm', কিন্তু মোট কয়টি? খুঁজে বের করতে পারলেই কেল্লাফতে

Last Updated:

Optical Illusion: সোশ্যাল মিডিয়া এক্স-এ এই ছবি ভাইরাল। এখানে ইংরাজি অক্ষর 'n' রয়েছে। তাদের মধ্যে বেশ কতকগুলি m লুকিয়ে রয়েছে। দেখে বলতে হবে এখানে কয়টি 'm' রয়েছে।

অপটিক্যাল ইলিউশন: অপটিক্যাল ইলিউশন শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিছু ছবি আছে যা এক ঝলক দেখলে তাদের রহস্য সমাধান করা কঠিন হয়ে পরে। এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয় যা চোখকে বিভ্রান্ত করে। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্ক ও দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
এই মজার অপটিক্যাল ইলিউশন ছবিটি কেবল আপনার দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ তার প্রমান দেবে না, পাশাপাশি আপনি কতটা মনযোগী সেটাও প্রকাশ পাবে। তবে আর ৫টা অপটিক্যাল ইলিউশনের থেকে এটি একটু ভিন্ন। আগে ছবির সামনে দৃশ্যমান জিনিস খুঁজতে হতো, কিন্তু এতে প্যাটার্নের পেছনের থাকা ছবি খুঁজে বের করতে হবে, যা চোখে সহজে ধরা পড়বে না। হ্যাঁ, এর জন্য কিছু কৌশল রয়েছে, যা ব্যবহার করার পরে আপনি এটি সমাধান করতে সক্ষম হবেন।
advertisement
advertisement
ধাঁধা শুধুমাত্র আপনার পর্যবেক্ষণের দক্ষতাকে পরীক্ষা করে না, বরং আপনার সময়ও কোনও গঠনমূলক কাজের মাধ্যমে কাটাতে বাধ্য করে। বিশেষ করে সেই ধাঁধাগুলো, যেগুলো সমাধান করতে অনেক সময় লাগে।
advertisement
সোশ্যাল মিডিয়া এক্স-এ এই ছবি ভাইরাল। এখানে ইংরাজি অক্ষর ‘n’ রয়েছে। কিন্তু মজার বিষয় হল তাদের মধ্যে বেশ কতকগুলি m লুকিয়ে রয়েছে। এটি আপনার চোখের সামনেই আছে, তবে তা দেখতে পাওয়া খুব সহজ নয়। আপনাকে দেখে বলতে হবে এখানে কয়টি ‘m’ রয়েছে। দেখে খুব কঠিন লাগলেও ততটা কঠিন নয়, একটু মনোযোগ দিলেই পারবেন।
advertisement
কতগুলি m আছে বুঝেছেন? এই চ্যালেঞ্জটি খুব জটিল, এটি অনেকেই সমাধান করতে পারেনি। কিন্তু আপনি কি উত্তর পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তবে আপনার জন্য রইল ইঙ্গিত। ভাল করে ছবিটি দেখুন, উপরের ইংরাজি লেখাটিও দেখুন।
advertisement
আশা করি এতক্ষণে আপনি অবশ্যই সংখ্যাটি খুঁজে ফেলেছেন। তবে এখনও যদি উত্তরটি না পেয়ে থাকেন, তবে আপনার জন্য রইল উত্তর।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবিতে 'n'-এর ভিড়ে লুকিয়ে 'm', কিন্তু মোট কয়টি? খুঁজে বের করতে পারলেই কেল্লাফতে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement