Optical Illusion: চোখ বুজলেই সামনে ভেসে উঠবে হ্যারি পটারের মুখ, এই ধাঁধা নজর কেড়েছে নেটিজেনদের!

Last Updated:

Optical Illusion: বির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।

চোখ বুজলেই সামনে ভেসে উঠবে হ্যারি পটারের মুখ।
Source: Instagram
চোখ বুজলেই সামনে ভেসে উঠবে হ্যারি পটারের মুখ। Source: Instagram
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! আজকের অপটিক্যাল ইলিউশনের ধাঁধাটি বেশ চমকপ্রদ! কারণ এটি খোলা চোখে নয়, বরং চোখ বুজেই দেখা যাবে!
advertisement
advertisement
ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘ঋষি ড্রজ’ এই ছবিটি তৈরি করেছেন। নির্দিষ্ট কিছু রঙ ব্যবহার করেই বানানো হয়েছে হ্যারি পটারের ছবিটি। ওই ব্যবহারকারী জানান, যে বিন্দুটি তিনি ছবিতে এঁকেছেন, সেটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে হবে। এর পর চোখ বুজলেই অপটিক্যাল ইলিউশনটি দৃশ্যমান হবে। এটাই এই ছবির ম্যাজিক!
advertisement
গত বছরের নভেম্বর মাসে এই পোস্ট শেয়ার করা হয়েছিল। শেয়ার করার পরে তাতে ভিউ এক লক্ষেরও বেশি। লাইক পড়েছে দেদার। এমনকী বহু নেটিজেন নিজেদের মত প্রকাশ করেছেন কমেন্ট সেকশনে। অনেকেই প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই অপটিক্যাল ইলিউশন দেখে। তাহলে শুনে নেওয়া যাক নেটিজেনদের মতামত।
এক নেটিজেন বলেন যে, “আমি তো লম্বা চুলের হ্যারি পটারকে দেখলাম। আমিই কি শুধু এমন দেখছি?” আর এক জন আবার লিখেছেন, “ওমা কী দারুণ।” আর এক নেটাগরিক আবার মন্তব্য করেন, “দুর্দান্ত কুল!” অন্য জন আবার বলেন, “মাইন্ড-ব্লোয়িং!” এর পাশাপাশি এক নেটিজেন জানান, “কী সুন্দর! এটা সত্যিই কাজ করছে” তাহলে চোখ বন্ধ করে কি হ্যারি পটারকে দেখা গেল?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: চোখ বুজলেই সামনে ভেসে উঠবে হ্যারি পটারের মুখ, এই ধাঁধা নজর কেড়েছে নেটিজেনদের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement