Optical Illusion: ঝাঁকের মাঝে অনেক ডলফিন চোখকে ফাঁকি দিচ্ছে! ১১ সেকেন্ডে খুঁজুন তো আসল সংখ্যা কত

Last Updated:

Optical Illusion: নিজের পর্যবেক্ষণ দক্ষতা এবং বুদ্ধিমত্তার স্তর পরীক্ষা করা যেতে পারে এর সাহায্য। এটি আইকিউ পরীক্ষা। ধাঁধা সমাধান করার সময় সমস্যাটি দেখে যুক্তি ও দক্ষতা ব্যবহার করে উত্তর বের করতে হবে।

মাথা ঘামিয়ে ধাঁধার সমাধান করতে আমরা প্রায় ভুলেই গিয়েছি। ইন্টারনেট আর কৃত্রিম বুদ্ধিমত্তা কি ধীরে ধীরে মানুষের মাথা খাটানোর কার্যকারিতা কমিয়ে দেবে! এমন একটা সন্দেহ সকলের মনেই দানা বাঁধছে। কিন্তু এই ইন্টারনেটেই ঘুরে বেড়ায় কিছু ব্রেন টিজার। যা চোখ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা যাচাই করার পক্ষে আদর্শ।
নিজের পর্যবেক্ষণ দক্ষতা এবং বুদ্ধিমত্তার স্তর পরীক্ষা করা যেতে পারে এর সাহায্য। এটি আইকিউ পরীক্ষা। ধাঁধা সমাধান করার সময় সমস্যাটি দেখে যুক্তি ও দক্ষতা ব্যবহার করে উত্তর বের করতে হবে। এগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে এর সৃজনশীলতা। এখানে তেমনই একটি মজার খেলা রয়েছে। ছবিতে একঝাঁক ডলফিন দেখা যাচ্ছে। কিন্তু ঠিক ক’টি ডলফিন দেখা যাচ্ছে, সেটা খুঁজে বের করতে হবে পাঠককে।
advertisement
উপরের ছবিতে অনেকগুলি ডলফিন রয়েছে। মোট সংখ্যা খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, এই কাজটি করতে হবে মাত্র ১১ সেকেন্ডের মধ্যে। তবেই তো বোঝা যাবে কতটা ক্ষুরধার মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তি!
advertisement
প্রশ্নের উত্তর দেওয়ার আগে ছবিটি মনোযোগ দিয়ে দেখতে হবে। এটাই এই ধাঁধার উত্তর খোঁজার সঙ্কেত।
প্রাথমিক ভাবে বেশির ভাগ মানুষই এখানে ৯টি ডলফিন দেখতে পান। কিন্তু যদি কেউ একটু ভাল ভাবে লক্ষ্য করেন তাহলেই যথার্থ সংখ্যাটির হদিশ পাবেন।
advertisement
বিষয় হল, এখানে যদি উত্তর বলে দেওয়া হয়, তাহলেও পাঠকের মনে আগ্রহ থাকবে সবক’টি ডলফিন খুঁজে বের করার। সেই কারণেই প্রথমে বলে দেওয়া যাক এখানে ক’টি ডলফিন রয়েছে প্রকৃতপক্ষে।
advertisement
ছবিতে যে ডলফিনের ঝাঁক দেখা যাচ্ছে, সেখানে আপাত ভাবে ৯টি ডলফিন রয়েছে বলে মনে হলেও প্রকৃতপক্ষে রয়েছে মোট ১৭টি ডলফিন।
এখানেই শেষ নয়।
কোথায়! কীভাবে লুকিয়ে রয়েছে বাকি ৮টি ডলফিন। সেটা খুঁজে বের করাও দারুন চিত্তাকর্ষক হতে পারে।
দেখে নেওয়া যাক আস্তে আস্তে—
advertisement
ছবিটিতে রয়েছে মোট ১৭টি ডলফিন।
প্রথম সারিতে রয়েছে ৫টি ডলফিন,
দ্বিতীয় সারিতে ৬টি
এবং তৃতীয় সারিতে ৬টি ডলফিন রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ঝাঁকের মাঝে অনেক ডলফিন চোখকে ফাঁকি দিচ্ছে! ১১ সেকেন্ডে খুঁজুন তো আসল সংখ্যা কত
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement