Optical Illusion: ছবির মধ্যেই এক জায়গায় ভুলভাবে লেখা আছে VIEW, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে

Last Updated:

এই VIEW ভিড়ে লুকিয়ে এক জায়গায় আছে VIEW- এর ভুল বানান। আপনাকে ১০ সেকেন্ড সময়ের মধ্যে এটি খুঁজে বের করতে হবে।

অপটিক্যাল ইলিউশন শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিছু ছবি রহস্যময় এবং এক নজরে তাদের রহস্য সমাধান করা কঠিন। এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয় যা চোখকে বিভ্রান্ত করে। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ধাঁধা ভাইরাল হয় এবং এই ধাঁধাগুলিও অনেকই পছন্দ করেন সমাধান করতে। এরকম একটি অপটিক্যাল ইলিউশন আজ আপনার জন্য নিয়ে এসেছি। বেশিরভাগ মানুষই এর সঠিক উত্তর খুঁজতে ব্যর্থ হয়েছেন। ছবির কোথাও একটা ভুল বানান আছে। যা খুঁজে বের করতে পারলেই হবে বাজিমাত।
advertisement
advertisement
এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে আপনার কাছে মোট ১০ সেকেন্ড সময় আছে। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক।
এই অপটিক্যাল ইলিউশনটি Lenstore প্রকাশ করেছে। এখানে সাদা পটভূমির ওপর নীল রঙের অক্ষরে VIEW লেখা আছে। তবে এই VIEW ভিড়ে লুকিয়ে এক জায়গায় আছে VIEW- এর ভুল বানান। আপনাকে ১০ সেকেন্ড সময়ের মধ্যে এটি খুঁজে বের করতে হবে। তাঁর জন্য প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখতে হবে। শব্দটি কোথায় ভুল বানান করা হয়েছে তা খুঁজে বের করতে হবে। প্রথমে সময় দেখে টাইম সেট করে নিন। তারপর আপনি কেবল ছবিটি ভাল করে দেখুন।
advertisement
আপনি কি ভুল শব্দটি খুঁজে পেয়েছেন? এই ধরনের ধাঁধা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সকলে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এখানে পরীক্ষা হল আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতার। ভাল করে লক্ষ্য করলে ভুল শব্দটি দেখতে পাবেন।
advertisement
যাইহোক, আমরা আশা করি আপনি অবশ্যই এই মজার ধাঁধাটি উপভোগ করেছেন এবং সময়মতো এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেছেন। যদি এটি না হয়ে থাকে তবে আপনি রইল উত্তর।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবির মধ্যেই এক জায়গায় ভুলভাবে লেখা আছে VIEW, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement