Optical Illusion: মহিলা ভয়ে চড়েছেন টুলে, হুকুম করছেন বিড়ালকে, আপনি পারবেন ৬ সেকেন্ডে ইঁদুর খুঁজে সুন্দরীর উপকার করতে?
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
আমাদের খুঁজে বের করতে হবে সেই ইঁদুরকে, তাও আবার মাত্র ৬ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
কলকাতাঃ দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নিয়ে তুলকালাম চলছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় নানা রঙের মধ্যে এক ইঁদুর এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। এই ছবি হাতে আঁকা। সেখানে দেখা যাচ্ছে এক ডিপার্টমেন্টাল স্টোরে, তাকে তাকে তার থরে থরে সাজানো নানা জিনিস, সেখানেই গা ঢাকা দিয়েছে একরত্তি এক ইঁদুর, যার ভয়ে ওই ডিপার্টমেন্টাল স্টোরের মালকিন চড়ে বসেছেন টুলে, পোষা বিড়ালকে হুকুম করছেন ইঁদুর ধরে আনতে- এই সব কিছুর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে সেই ইঁদুরকে, তাও আবার মাত্র ৬ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
advertisement

যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই ইঁদুর। চোখ রাখতে হবে ছবির ডান হাতের তাকের দিকে, ডান দিকে একেবারে প্রথমে যে তাকটা আছে, যেখানে দেখা যাচ্ছে এক ঘোড়সওয়ারের পুতুল, তারই নিচে লুকিয়ে রয়েছে সেই সাদা ইঁদুর, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 10:31 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: মহিলা ভয়ে চড়েছেন টুলে, হুকুম করছেন বিড়ালকে, আপনি পারবেন ৬ সেকেন্ডে ইঁদুর খুঁজে সুন্দরীর উপকার করতে?