দেশে হইচই ফেলে দিল এই ছোট ফ্ল্যাট! দু'হাত ছড়িয়ে দাঁড়ানো যায় না, ভাইরাল ছবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bengaluru flat viral video- বেঙ্গালুরুর ফ্ল্যাট! তবে ফ্ল্যাট বলবেন কি না সেটা আপনাদের উপর। কারণ, এমন এক ফ্ল্যাট যেটাকে এক কামরার বলবেন নাকি হাফ, সেটাও নিয়েও দ্বন্দ্বে পড়তে হবে।
কলকাতা: বেঙ্গালুরুর ফ্ল্যাট! তবে ফ্ল্যাট বলবেন কি না সেটা আপনাদের উপর। কারণ, এমন এক ফ্ল্যাট যেটাকে এক কামরার বলবেন নাকি হাফ, সেটাও নিয়েও দ্বন্দ্বে পড়তে হবে।
বেঙ্গালুরুতে এমনিতেই নাকি ভাড়ার ফ্ল্যাটের আকাল! তার উপর যে ফ্ল্যাটগুলি পাওয়া যায়, তার ভাড়া আকাশছোঁয়া। আর সেই উদাহরণ এবার পাওয়া গেল। একটি হাফ কামরার ফ্ল্যাটের ভাড়া নাকি ২৫ হাজার টাকা!
আরও পড়ুন- লাল রঙের কাপড়েই কেন লেপ তৈরি হয় জানেন? রয়েছে বড় কারণ, অনেকে জানেন না
ইনস্টাগ্রামে অভিষেক নামে এক ব্যক্তি একটি ঘরের ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে এক ব্যক্তি দুটো হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন। ঘরের আয়তন এতটাই ছোট যে ওই যুবকের দুই হাত দেওয়ালে ঠেকে যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
সেই ঘরের সঙ্গে রয়েছে একটি সরু বারান্দা। সেটাকেই তিনি বলছেন, ব্যালকনি। ঘরের আয়তন এতটাই ছোট যে একজন শুয়ে থাকলে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে হবে। সেই ব্যক্তি ভিডিও বলছেন, ‘এত ছোট ঘরের সুবিধা অনেক। এতে আপনি কোনও জিনিসপত্র কিনবেন না। কারণ সেগুলো রাখার জায়গা নেই। তার ফলে অনেক টাকা বাঁচাবে।’
advertisement
ভিডিও পোস্ট করার পর থেকেই তীব্র বিতর্ক। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বাড়িওয়ালার বিরুদ্ধে। এত ছোট এবং সংকীর্ণ ঘরের জন্য এত বেশি ভাড়া আদায় করা যায় কি! প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে অনেকে এই ফ্ল্যাট নিয়ে মজা করতে ছাড়ছেন না। কেউ কেউ আবার বলেছেন, মুম্বইতেও অনেক জায়গায় মানুষকে বেশি ভাড়া দিয়ে ছোট জায়গায় থাকতে হয়।
advertisement
আরও পড়ুন- লাল চেলি… লাল শাড়ি…! বরকে ‘চমকে’ দিলেন শ্যামলা মেয়ে ‘শ্যামা’! আগুনের মতো ভাইরাল
এই ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন। এত ছোট জায়গায় থাকাটা যে অস্বাস্থ্যকর, তা উল্লেখ করেছেন অনেকেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2025 2:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেশে হইচই ফেলে দিল এই ছোট ফ্ল্যাট! দু'হাত ছড়িয়ে দাঁড়ানো যায় না, ভাইরাল ছবি











