Offbeat News: গড়গড় করে বলছে গায়ত্রী মন্ত্র, মুখস্ত গীতার কঠিন শ্লোক! ৩ বছরের খুদের অবাক করা কীর্তি
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Offbeat News: ছোট বয়সেই সে যেন বড় ধামাকা। সদ্য স্কুল যাওয়া শুরু করেছে সে। কিন্তু যে বয়সে বেশিরভাগ শিশুদের মুখে ভাল করে কথা ফোটে না, তখন তার মুখে শোনা যাচ্ছে গায়ত্রী মন্ত্র।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বয়স মাত্র তিন বছর। তবে এই ছোট বয়সেই সে যেন বড় ধামাকা। সদ্য স্কুল যাওয়া শুরু করেছে সে। কিন্তু যে বয়সে বেশিরভাগ শিশুদের মুখে ভাল করে কথা ফোটে না, তখন তার মুখে শোনা যাচ্ছে গায়ত্রী মন্ত্র। গড়গড় করে গায়ত্রী মন্ত্র পাঠ করছে সে। তার মুখ থেকেই শোনা যাচ্ছে গীতার বিভিন্ন কঠিন সব শ্লোক।
পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের পানুরিয়া গ্রাম।সেখানেই বসবাস এই অবাক শিশুটির। নাম অনুরাগ মণ্ডল। সদ্য ৩ এর কোঠায় পা দিয়েছে সে। কিন্তু এই বয়সে তার প্রতিভা অবাক করা। সে এক নিমিষে বলে দিতে পারে দেশের বিভিন্ন রাজ্যগুলির রাজধানীর নাম। তার মুখস্থ পৃথিবীর বিভিন্ন দেশের নাম। শেষ নয় এখানে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই শিশুটি বলে দিতে পারে বিভিন্ন যৌগের নাম। দেড় বছর বয়স থেকেই এইসব চর্চা শুরু হয়েছিল বাড়িতে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে অনুরাগের কাছে।
advertisement
advertisement
তবে পড়াশোনার পাশাপাশি ধার্মিক চর্চাও হয়েছে বাড়িতে। তারই ফলস্বরূপ তিন বছর বয়সে অনুরাগের কন্ঠস্থ হয়েছে গায়ত্রী মন্ত্র। নির্ভুলভাবে তিন বছরের এই শিশুটি পাঠ করতে পারে গায়ত্রী মন্ত্র। আবার যেখানে গীতার বিভিন্ন কঠিন শ্লোক অনেকের মুখেই আটকে যায়, সেখানে এই শিশুটি অবলীলায় পাঠ করতে পারে গীতার বিভিন্ন শ্লোক। অনুরাগের এই প্রতিভা তার পরিবারের কাছে এখন গর্বের বিষয়। অনুরাগকে নিয়ে উচ্ছ্বসিত গোটা পানুরিয়া গ্রাম।
advertisement
প্রসঙ্গত, অনুরাগের বাবা কাঞ্চন মণ্ডল। তিনি পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। অন্যদিকে অনুরাগের মা গীতা দেবী পঞ্চায়েতের একজন সাধারণ কর্মী। কিন্তু কাজ শেষে তারা ছেলেকে সময় দেন যথেষ্ট। বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলে বাড়িতে। ছেলের স্মৃতিশক্তিও প্রখর। তাই খুব সহজেই সে মনে রাখতে পারে বিভিন্ন বিষয়। যেখানে তিন বছরের বিভিন্ন শিশুদের মুখে সদ্য কথা ফোটে, সেখানে তিন বছরের অনুরাগ দেখিয়ে চলেছে তার বিস্ময়কর প্রতিভা।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2024 6:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Offbeat News: গড়গড় করে বলছে গায়ত্রী মন্ত্র, মুখস্ত গীতার কঠিন শ্লোক! ৩ বছরের খুদের অবাক করা কীর্তি









