Offbeat News: গড় গড় করে বলতে থাকে কৃষ্ণ প্রণাম মন্ত্র, সরস্বতী মন্ত্র! সাড়ে তিনের ছোট্ট একরত্তির প্রতিভা জানুন! শুনুন নিজের কানেই
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Offbeat News: বয়স সবে তিন বছর পাঁচ মাস। এই বয়সে ঠিকমত চিনতে শেখেনি বিভিন্ন জিনিস। সবেই শুরু করেছে পড়াশোনা। অ আ ক খ ঠিক মত না শিখলেও আলতো আলতো ভাবে গড় গড় করে স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে পারে সূর্য প্রণাম মন্ত্র থেকে কৃষ্ণ মন্ত্র।
পশ্চিম মেদিনীপুর: বয়স সবে তিন বছর পাঁচ মাস। এই বয়সে ঠিকমত চিনতে শেখেনি বিভিন্ন জিনিস। সবেই শুরু করেছে পড়াশোনা। অ আ ক খ ঠিক মত না শিখলেও আলতো আলতো ভাবে গড় গড় করে স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে পারে সূর্য প্রণাম মন্ত্র থেকে কৃষ্ণ মন্ত্র। ছোট্ট এই মেয়ের প্রতিভা জানলে অবাক হতে হয়। কথা ঠিকমতো বলতে না পারলেও তার এই প্রতিভা সকলের কাছে এক বিস্ময় সৃষ্টি করেছে।
পশ্চিম মেদিনীপুরের মাদপুরের কালিয়াড়া গ্রামের ছোট্ট মেয়ে ঐশী পাত্র। ঐশীর বাবা রঞ্জিত পাত্র একটি মিলে কাজ করেন। মা বুল্টি পাত্র সামান্য গৃহবধূ। রঞ্জিত বাবু এবং বুল্টির দুই মেয়ে। ছোট মেয়ে ঐশী। বয়স সবেমাত্র তিন বছর পাঁচ মাস। এ বয়সে ভাল করে শেখেনি বিদ্যালয়ের পড়া। তবে অনায়াসে বলতে পারে একাধিক মন্ত্র।
advertisement
advertisement
সূর্যপ্রণাম মন্ত্র হোক, কিংবা কৃষ্ণ প্রণাম বা সরস্বতীর মন্ত্র তার যেন ঠোঁটস্থ। মায়ের কাছ থেকে শিখেছে এই মন্ত্রগুলো। আলতো আলতো ভাবে কথা বলা মেয়েটির মুখে, এই মন্ত্র উচ্চারণ যেন আলাদাভাবে প্রাণ ফিরে পায়। প্রসঙ্গত ছোট থেকেই তার ঝোঁক বিভিন্ন দেবদেবীর মন্ত্রের প্রতি।
advertisement
পড়াশোনা খেলাধুলার পাশাপাশি নাচের প্রতি আগ্রহ রয়েছে তার। মায়ের পুজার্চনা শুনেই শিখেছে এই সকল মন্ত্র গুলো। এক থেকে স্পষ্ট উচ্চারণ, অন্যদিকে সঠিক মন্ত্র পাঠ সকলের কাছে এক বিস্ময় সৃষ্টি করেছে। অভাব সত্ত্বেও মেয়ের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছে বাবা মা। ছয় জনের সংসারে, এই মেয়ের প্রতিভা যেন সকলের কাছে প্রশংসার।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2024 8:14 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Offbeat News: গড় গড় করে বলতে থাকে কৃষ্ণ প্রণাম মন্ত্র, সরস্বতী মন্ত্র! সাড়ে তিনের ছোট্ট একরত্তির প্রতিভা জানুন! শুনুন নিজের কানেই









