Viral: নানা ছলছুতোয় দাদার ঘরে ছুটে আসত ভাই, কেউ বুঝতে পারেনি ভিতরে ভিতরে কী চলছে! যখন ফাঁস হল, সব শেষ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শুরুতে পরিবার এই সম্পর্কের বিরোধিতা করেছিল, কিন্তু যখন তাদের প্রেম সামনে আসে এবং সামাজিক চাপের পরেও তারা একে অপরের সঙ্গে থাকার জেদে অটুট থাকে, তখন পরিবারকে নতজানু হতে হয়।
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের আম্বেদকরনগর জেলার হংসবর থানা এলাকার একটি ঘটনা চমকে দিল সবাইকে। এক নববিবাহিতা বিয়ের মাত্র ৭ দিনের মাথায় স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারই ভাইকে বিয়ে করে। যে বাড়িতে সে বড় বউ হয়ে এসেছিল, সেই বাড়িতে এখন ছোট ছেলের স্ত্রী হয়ে থাকছে।
এই প্রেম কাহিনীর শুরু হয়েছিল ৫ মে। ধুমধাম করে বিয়ের পর শ্বশুরবাড়ি চলে আসে নববিবাহিতা। কিন্তু বর না, প্রেমে পরে দেওরের। শুরু হয় প্রেম। সেই প্রেম এত দূর গড়ায় যে ওই মহিলা তার মায়ের কাছে গিয়ে স্পষ্টভাবে স্বামীর সঙ্গে না থাকার কথা জানায়। পরিবারের লোকের তখন মাথায় হাত। গ্রামের পঞ্চায়েতকেও ডাকা হয়। কিন্তু তারা সিদ্ধান্তে অনড়। তবে যেহেতু তারা দুজনেই প্রাপ্তবয়স্ক তাই আইনি পদক্ষেপ নেওয়া যায়নি বা পুলিশ হস্তক্ষেপ করেনি।
advertisement
advertisement
শুরুতে পরিবার এই সম্পর্কের বিরোধিতা করেছিল, কিন্তু যখন তাদের প্রেম সামনে আসে এবং সামাজিক চাপের পরেও তারা একে অপরের সঙ্গে থাকার জেদে অটুট থাকে, তখন পরিবারকে নতজানু হতে হয়। যে সাত দিন আগে বড় ছেলের বউ হয়ে এসেছিল, ছোট ছেলের স্ত্রী হয়ে সেই বাড়িতে থাকছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 12:12 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: নানা ছলছুতোয় দাদার ঘরে ছুটে আসত ভাই, কেউ বুঝতে পারেনি ভিতরে ভিতরে কী চলছে! যখন ফাঁস হল, সব শেষ