Nasa: এটা কার মুখ! চমকে উঠল খোদ নাসা'ও! বৃহস্পতিতে তাহলে কি...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nasa: ভৌতিক দিন হ্যালোউইনের মুখেই সেই ছবি প্রকাশ্যে এনেছে নাসা। ছবিটি দেখে হতবাক সকলে।
ওয়াশিংটন: মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সেই কারণেই নানা যান মহাকাশে পাঠিয়েই চলেছে মানুষ। এই যেমন বৃহস্পতি গ্রহের চারপাশে চক্কর দিচ্ছে নাসার যান জুনো। বৃহস্পতি তো বটেই, সেইসঙ্গে তার উপগ্রহদের নানা ছবি ও তথ্য জুনো পাঠিয়ে চলেছে নাসার বিজ্ঞানীদের। যা বৃহস্পতিকে চিনতে সাহায্য করছে। এর আগে বিশ্বের সর্বাধুনিক এবং সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপ জেমস ওয়েবে তোলা বৃহস্পতি গ্রহের চোখ ধাঁধানো ছবি প্রকাশ করেছিল নাসা।
সেই ছবিতে দেখা গিয়েছিল, বৃহস্পতি গ্রহের মধ্যে সংঘটিত ঝড়ও। গ্রহটির ওপরের দিকে লাল রঙ খচিত অংশটিই হল ঝড়। এটি এত বড় ঝড় যা সহজেই পৃথিবীকে গিলে খেতে পারবে। এরপর বৃহস্পতি ও তার উপগ্রহগুলি সম্বন্ধে এমনও অনেক তথ্য জুনো পাঠিয়েছে যা বৃহস্পতি সম্বন্ধে ধারনাই বদলে দিয়েছে। এবার সেই জুনো অজান্তেই এমন এক ছবি তুলে ফেলল যা দেখে চোখ আটকে গেছে খোদ বিজ্ঞানীদের।
advertisement
advertisement
ভৌতিক দিন হ্যালোউইনের মুখেই সেই ছবি প্রকাশ্যে এনেছে নাসা। ছবিটি দেখে হতবাক সকলে। কারণ বৃহস্পতির গায়ে একটি মুখের দেখা মিলেছে। সেই ভৌতিক মুখ দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন অনেকেই।
advertisement
ছবিটি গত ৭ সেপ্টেম্বর তুলেছিল জুনো। বৃহস্পতিকে ৫৪ তম বার প্রদক্ষিণ করার সময় জুনো এই ছবি তোলে। বৃহস্পতির উত্তরাংশকে বিজ্ঞানীরা বলেন জেট এন৭। সেখানেই দেখা মিলেছে এই ভৌতিক মুখের। এই ভৌতিক মুখটি বৃহস্পতির রাত ও দিন থাকা অঞ্চলের ঠিক মাঝখানে দেখা গিয়েছে। তবে, বৃহস্পতির মেঘের খেলায় যে এই ভৌতিক মুখটি ফুটে উঠেছে তাও মেনে নিয়েছেন বিজ্ঞানীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 9:28 PM IST