রোজ সকাল ৬.২০ মিনিটে অফিস! সাফল্যের রাস্তা কতটা কঠিন, শোনালেন নারায়ণমূর্তি
- Published by:Suman Majumder
Last Updated:
Narayan murthy: ইনফোসিস-এর অন্যতম কর্ণধার তিনি। রোজ সবার আগে পৌঁছতেন অফিসে।
#চেন্নাই: আইটি ফার্ম ইনফোসিস-এর অন্যতম কর্ণধার নারায়ণ মূর্তি সময়ের মূল্য বোঝেন। তিনি বোঝেন, সাফল্য অর্জন করতে হয়। আর সাফল্য অর্জনের পর সেটা ধরে রাখা আরও বড় ব্যাপার। আর সাফল্য ধরে রাখতে হলে সময়কে মূল্য দিতে হয় বলেই তিনি মনে করেন।
নারায়ণ মূর্তির এখন ৭৬ বছর বয়স। তবে কর্মজীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত তিনি একটা নিয়ম মেনে চলেছেন। রোজ সকালে ৬টা বেজে ২০ মিনিটে তিনি অফিসে পৌঁছে যান। কাজ করেন রাত আটটা-নটা পর্যন্ত। শরীর খারাপ বা অন্য কোনও গুরুতর সমস্যা না হলে তাঁর এই নিয়মের অন্যথা হয় না।
আরও পড়ুন- 'হোয়াইট ক্রিসমাস'! বরফের চাদরে ঢাকা রাস্তা, আমেরিকার এই শহরে তুষারপাতের ভিডিও ভাইরাল
MoneyControl-এর সঙ্গে কথা বলার সময় নারায়ণমূর্তি জানান, ইনফোসিস-এর মতো সংস্থা দাঁড় করাতে তাঁর ঠিক কতদিন সময় লেগেছিল। এই সংস্থা দাঁড় করােনার জন্য তিনি দুই সন্তানের সঙ্গে সেভাবে সময়ও কাটাতে পারেননি বলে জানান।
advertisement
advertisement
নায়ারণমূর্তি জানিয়েছেন, ২০১১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি রোজ সকাল ৬.২০ মিনিটে অফিসে পৌঁছতেন। এতে তিনি আজীবন যুবসমাজকে সময়ে অফিস পৌঁছনোর জন্য অনুপ্রেরণা দিয়ে এসেছেন।
কাজের চাপে তিনি দীর্ঘদিন তাঁর দুই সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেননি। কারণ দিনের একটা বিরাট সময় তাঁকে অফিসে কাটাতে হত। তাঁর পরিশ্রমের ফল তিনি পেয়েছেন কর্মজীবনে। তবে দুই সন্তানের সঙ্গে কম সময় কাটানোর আফসোস তাঁর আজও রয়েছে।
advertisement
আরও পড়ুন- ফুলশয্যার রাতে ১০ প্রশ্ন নতুন বউয়ের ঘুম কাড়বে! ৮ নম্বরটি ভুলেও 'মিস' নয়! অবশ্যই জানুন উত্তর
view comments১৯৮০ সালে স্ত্রীর থেকে ১০ হাজার টাকা নিয়ে তিনি ইনফোসিস-এর মতো সংস্থার সূচনা করেছিলেন। সেই সংস্থায় আজ ৩.৩৫ লাখ কর্মী কাজ করেন। আর এখানেই তাঁর সাফল্য় বলে মনে করেন নারায়ণমূর্তি।
Location :
First Published :
December 28, 2022 7:40 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রোজ সকাল ৬.২০ মিনিটে অফিস! সাফল্যের রাস্তা কতটা কঠিন, শোনালেন নারায়ণমূর্তি

