'হোয়াইট ক্রিসমাস'! বরফের চাদরে ঢাকা রাস্তা, আমেরিকার এই শহরে তুষারপাতের ভিডিও ভাইরাল

Last Updated:

নিউ ইয়র্কের বাফেলো সিটির কাছে ক্রিসমাসের দিন হঠাৎ তুষারপাতে স্বাভাবিক জীবনযাপন ভীষণভাবে ব্যহত হয়েছে। বহু যাত্রী তুষারে আটকে পড়েছেন।

#নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো সিটির কাছে হঠাৎ তুষারপাতের ফলে সারা শহরে এখন হোয়াইট ওয়াশড অবস্থা। গাড়ি রাস্তার মাঝে ফেঁসে আছে আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু গাড়িতে অনেক যাত্রীও আটকে পড়েছেন। অনেক এলাকায় ড্রাইভিং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রচুর তুষারপাতের ফলে তাপমাত্রা সাংঘাতিকভাবে হ্রাস পেয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস থেকে জানা গেছে যে শীতকালীন তুষার ঝড়ের জন্য সৃষ্ট গভীর বরফের কারণে রবিবার পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছেন।একদিকে অসম্ভব ঠান্ডার প্রকোপ তার ওপর শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট , মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। বাড়িতে এবং গাড়িতে বহু মানুষ বরফের মধ্যেই আটকা পড়ে আছে , প্রাণের ঝুঁকি নিয়ে তারা লড়াই করে চলেছে।
advertisement
রাস্তা ঘটে প্রচুর পরিমাণে বরফ জমা হওয়ার জন্য এই সমস্ত অঞ্চলে ড্রাইভিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে শহরের প্রতিটি ফায়ার ট্রাক শনিবার পর্যন্ত আটকা পড়েছিল। ক্রিসমাসের রাতে এমন তুষার ঝড়ের কথা কেউই আশা করেননি। ওয়েদার নেশন একটি ড্রোন ভিডিও টুইটারে পোস্ট করে বরফের চাদরে ঢাকা ওই শহরের ছবি সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে SUV-এর উচ্চতা পর্যন্ত তুষার বাফেলো শহরটিকে গ্রাস করেছে এবং সেখানকার বেশ কিছু বাড়িঘরকে সমম্পূর্ণরূপে তুষারে আবৃত করেছে।  ভিডিওটি এখানে দেখুন -
advertisement
advertisement
advertisement
বহু মানুষ অফিসে গিয়ে সেখানেই আটকে পড়েছেন , কারণ রাস্তায় বরফ জমে থাকার কারণে তারা বাড়ি ফিরে যেতে পারেননি। এছাড়াও ভিডিওতে দেখা গেছে, অনেক গাড়ি রাস্তার মাঝখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গাড়িগুলির স্কিডিং করার ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে গেছে এবং প্রচুর লাইকস এবং ভিউ পেয়েছে। বহু অফিসে কর্মরত লোকেরা রাতভর অফিসে থাকার ছবি, ভিডিও টুইট করে তাদের অবস্থার বর্ণনা দিয়েছেন। রাস্তাগুলো চলাফেরা করার অযোগ্য হওয়ার জন্য বাধ্য হয়ে বহু লোককে অফিসেই থেকে যেতে হয়েছে।
advertisement
টুইটারে এই ভিডিওটি শেয়ার হওয়ার পর প্রচন্ডভাবে ছড়িয়ে পড়েছে । নেটিজেনসরা কমেন্ট বক্সে তাদের এলাকার ভিডিও , ছবি পোস্ট করে অনেক কমেন্ট করেছেন। ক্রিসমাসের সময় হঠাৎ এমন ঘটনা সেখানকার বাসিন্দাদের কাছে আশাতীত ছিল , তাই সবাই এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'হোয়াইট ক্রিসমাস'! বরফের চাদরে ঢাকা রাস্তা, আমেরিকার এই শহরে তুষারপাতের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement