General knowledge story : ইউনেস্কো হেরিটেজ সাইটে প্রথম দশে কোন দেশ জানেন? বলুন তো তালিকায় ভারত কত নম্বরে

Last Updated:

World Heritage Site: দ্বিতীয় স্থানে রয়েছে চিন৷ গ্রেট ওয়াল, মোগাও-সহ আরও একাধিক ইউনেস্কোর সাইট এখানে রয়েছে৷

ঐতিহ্যশালী ভাস্কর্যের জন্য পুরষ্কার পাওয়া সব দেশের জন্যই গর্বের৷ পৃথিবীর দশটি দেশ এমন রয়েছে, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ইউনেস্কো সার্টিফায়েড ভাস্কর্য রয়েছে৷
ইটালি: সবচেয়ে বেশি ইউনেস্কো সাইট রয়েছে যেখানে রয়েছে, তার নাম ইতালি৷ ২০২৪ অনুযায়ী ইতালিতে ইউনোস্কোর সাইটের সংখ্যা প্রায় ৬০টি৷ ইটালি: সবচেয়ে বেশি ইউনেস্কো সাইট রয়েছে যেখানে রয়েছে, তার নাম ইতালি৷ ২০২৪ অনুযায়ী ইতালিতে ইউনোস্কোর সাইটের সংখ্যা প্রায় ৬০টি৷
চিন: দ্বিতীয় স্থানে রয়েছে চিন৷ গ্রেট ওয়াল, মোগাও-সহ আরও একাধিক ইউনেস্কোর সাইট এখানে রয়েছে৷ চিন: দ্বিতীয় স্থানে রয়েছে চিন৷ গ্রেট ওয়াল, মোগাও-সহ আরও একাধিক ইউনেস্কোর সাইট এখানে রয়েছে৷
advertisement
advertisement
জার্মানি: এই দৌড়ে এগিয়ে আছে জার্মানিও৷ ৫৪ টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে এই দেশে৷ জার্মানি: এই দৌড়ে এগিয়ে আছে জার্মানিও৷ ৫৪ টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে এই দেশে৷
ফ্রান্স: আইফেল টাওয়ারের দেশই বা পিছিয়ে থাকে কেন? ইউনেস্কো হেরিটেজের নিরিখে এই দেশ চতুর্থ স্থানাধিকারী৷ ফ্রান্স: আইফেল টাওয়ারের দেশই বা পিছিয়ে থাকে কেন? ইউনেস্কো হেরিটেজের নিরিখে এই দেশ চতুর্থ স্থানাধিকারী৷
advertisement
স্পেন: ইউরোপের আর এর দেশের নাম৷ লস ম্যাডুলাস, পবলেট মনাস্ট্রি-সহ এই স্থানে ইউনেস্কো সাইটের সংখ্যা ঠিক স্পেনের পরই৷ স্পেন: ইউরোপের আর এর দেশের নাম৷ লস ম্যাডুলাস, পবলেট মনাস্ট্রি-সহ এই স্থানে ইউনেস্কো সাইটের সংখ্যা ঠিক স্পেনের পরই৷
advertisement
ভারত: আমাদের ভারতও কিন্তু পিছিয়ে নেই৷ তাজমহল, কুতুব মিনার, রেড ফোর্ট, হাম্পি-সহ আমাদের এই দেশে প্রায় ৪৩টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷ ভারত: আমাদের ভারতও কিন্তু পিছিয়ে নেই৷ তাজমহল, কুতুব মিনার, রেড ফোর্ট, হাম্পি-সহ আমাদের এই দেশে প্রায় ৪৩টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷ ভারত রয়েছে ছয় নম্বরে৷
advertisement
মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র: এই দুই দেশ ইউনেস্কো হেরিটেজের নিরিখে ছয় নম্বরে অবস্থান করে৷ মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র: এই দুই দেশ ইউনেস্কো হেরিটেজের নিরিখে ছয় নম্বরে অবস্থান করে৷
রাশিয়া: এই দেশে প্রায় ৩২টি ওয়র্ল্ড হেরিটেজ সাইট রয়েছে৷ তার মধ্যে সেন্ট পিটার্সবার্গ, ক্রেমলিন ও মস্কো রেড স্কোয়ার বিখ্যাত৷ রয়েছে আরও দর্শনীয় স্থান রাশিয়া: এই দেশে প্রায় ৩২টি ওয়র্ল্ড হেরিটেজ সাইট রয়েছে৷ তার মধ্যে সেন্ট পিটার্সবার্গ, ক্রেমলিন ও মস্কো রেড স্কোয়ার বিখ্যাত৷ রয়েছে আরও দর্শনীয় স্থান
advertisement
ইরান: বেশ কিছুদিন ধরেই যুদ্ধ-বিধ্বস্ত মধ্য প্রাচ্য৷ কিন্তু ইরানে প্রায় ২৮টা মতো ওয়র্ল্ড হেরিটেজ রয়েছে৷ ইরান: বেশ কিছুদিন ধরেই যুদ্ধ-বিধ্বস্ত মধ্য প্রাচ্য৷ কিন্তু ইরানে প্রায় ২৮টা মতো ওয়র্ল্ড হেরিটেজ রয়েছে৷
জাপান: মাউন্ট ফুজির দেশেও ২৬টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷ জাপান: মাউন্ট ফুজির দেশেও ২৬টা ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
General knowledge story : ইউনেস্কো হেরিটেজ সাইটে প্রথম দশে কোন দেশ জানেন? বলুন তো তালিকায় ভারত কত নম্বরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement