Mumbai Viral News: মুম্বই-এর এক চালা অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল, ভাড়া শুনলে চমকে উঠবেন, দেখুন ছবি

Last Updated:

Mumbai Viral flat price: মুম্বই-এর এক চালা অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল, ভাড়া শুনলে চমকে উঠবেন৷ সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা৷ মিস না করে দেখুন ছবি

মুম্বই-এর এক চালা অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল, ভাড়া শুনলে চমকে উঠবেন, দেখুন ছবি
মুম্বই-এর এক চালা অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল, ভাড়া শুনলে চমকে উঠবেন, দেখুন ছবি
মুম্বই: ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে বেশ কয়েকটি ভারতীয় শহরে সাশ্রয়ী মূল্যের ভাড়া বাড়ি খুঁজে পাওয়া ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। মুম্বই, ব্যাঙ্গালোর এবং দিল্লির মতো প্রধান শহরগুলি অসংখ্য চাকরিপ্রার্থী এবং কোম্পানিকে আকর্ষণ করে৷ এর ফলে আবাসনের চাহিদাও এখানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। মুম্বইকে “স্বপ্নের শহর” হিসাবে উল্লেখ করা হয়৷ ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ক্রমবর্ধমান অর্থনীতির সংমিশ্রণের প্রভাবে এখানে আবাসনের খরচ বিশাল৷ ছোটখাটো অ্যাপার্টমেন্টের দামও এখানে উল্লেখযোগ্যভাবে বেশি৷ আর তাই অনেকেই নির্দিষ্ট বাজেটের মধ্যে উপযুক্ত আবাসন খুঁজে পেতে কঠিন সমস্যায় পরেন৷
এমনই একটি উদাহরণ এবার প্রকাশ্যে৷ যা প্রমাণ করে দেয় মুম্বইয়ে থাকার খরচ কত বেশি৷ একটি সিঙ্গল বেডরুমের অ্যাপার্টমেন্টের খরচ এবার ভাইরাল৷ মাটুঙ্গায় অবস্থিত, ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টটি আসলে একটি ছোট বসার ঘর৷ তার সঙ্গে একটি কমপ্যাক্ট বেডরুম এবং একটি রান্নাঘর রয়েছে। এছাড়াও একটি ছোট সিঁড়ি রয়েছে৷ এমন একটা ঘরের ভাড়া কত হতে পারে? না আপনি যা ভাবছেন তা নয়৷ ছবিতে দেখানো ভাঙাচোড়া ঘরটির ভাড়া চাওয়া হয়েছে ৪৫ হাজার টাকা!
advertisement
advertisement
এক্স ব্যবহারকারী একজন অ্যাপার্টমেন্টের আসল ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷ এরপর ওই ব্যক্তি যা লিখেছেন, তার সারমর্ম এটাই যে, একটা জরাজীর্ণ বাড়ি, যেখানে টিনের চাল আছে, তার ভাড়া না কি ৪৫ হাজার টাকা৷ জিজ্ঞেস করা হলে সেই বাড়ির মালিক না কি বলেছেন, পুরোনো ব্যাপারটা ধরে রাখতেই বাড়িতে বেশি বদল করা হয়নি৷ পুঁজিবাদ দারিদ্র্যতাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে৷
advertisement
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটির আগের ক্যাপশনে লেখা ছিল, “মাটুঙ্গা ইস্ট। ওল্ড ভাইব 1bhk ভাড়া মাত্র 45k।”
মুম্বইয়ে একটি চাউল বলতে সরু করিডোর সহ বহুতল কাঠামোর ছোট কক্ষগুলিকে বোঝায় যেখানে অ্যাপার্টমেন্টগুলি একে অপরের পাশে সারিবদ্ধভাবে থাকে।
advertisement
পোস্টটি তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে গেছে, অনেকে মন্তব্য বিভাগে গিয়ে তাদের প্রতিক্রিয়া শেয়ার করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এর অবস্থা তো গভর্নমেন্ট কলেজের হস্টেলগুলির থেকেও খারাপ! অন্য একজন লিখেছেন, ৪৫ হাজার টাকা ভাড়া দিয়ে ২০০ জনের সঙ্গে বাথরুম শেয়ার করতে হবে?
এটাই প্রথম নয়৷ মুম্বই-এর এমন একটি ঘটনা এর আগেও সামনে এসেছে৷ কিছুদিন আগেই একজন ব্যক্তি মুম্বইয়ের পালি হিল পাড়ায় একটি বিলাসবহুল 2BHK অ্যাপার্টমেন্টের চোখ ধাঁধানো ছবি শেয়ার করেছেন৷ এখানে ছিল একটি বাথরুম, যেখানে একটি ওয়াশিং মেশিন একটি কমোডের ঠিক উপরে রাখা ছিল।
advertisement
কত দাম হতে পারে? সেই ব্যক্তি জানিয়েছেন, প্রতি মাসে এর ভাড়া ১.৩৫ লক্ষ টাকা৷ না আরও আছে, অ্যাপার্টমেন্টে চার লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিটও করতে হবে৷ পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mumbai Viral News: মুম্বই-এর এক চালা অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল, ভাড়া শুনলে চমকে উঠবেন, দেখুন ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement