Snake: অজগরের পেটে দলা পাকিয়ে জড়িয়ে কৃষক! ছুটে এল পুলিশ, কী ঘটল তারপর? হাড়হিম দৃশ্য দেখল গোটা গ্রাম

Last Updated:

Snake Bizarre News: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে উঠে এসেছে এক সাংঘাতিক ঘটনা। ২৬ ফুট লম্বা একটি দৈত্যাকার অজগরের পেট থেকে ৬৩ বছর বয়সী এক কৃষকের দেহ উদ্ধার।

২৬ ফুটের অজগরের পেট থেকে বেরিয়ে এল কৃষক।
২৬ ফুটের অজগরের পেট থেকে বেরিয়ে এল কৃষক।
ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে উঠে এসেছে এক সাংঘাতিক ঘটনা। ২৬ ফুট লম্বা একটি দৈত্যাকার অজগরের পেট থেকে ৬৩ বছর বয়সী এক কৃষকের দেহ উদ্ধার। অজগরের পেট দেখে আচমকা অবাক হয়ে যান গ্রামবাসীরা। বুঝতেই পারেন সাংঘাতিক কোনও ঘটনা ঘটেছে। এরপরেই অজগরের পেট চিড়ে দেওয়ার দিদ্দনাত হয়, আর তাতেই দেখতে পান কৃষকের দেহ রয়েছে ভিতরে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ বুটোন জেলার মাজাপাহিত গ্রামে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর (বিপিবিডি) জরুরি ও লজিস্টিক বিভাগের প্রধান লা ওদে রিসওয়াল জানিয়েছেন, শুক্রবার সকালে ওই কৃষক মাঠে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা নিখোঁজ ডায়েরি করেন। এরপরেই গ্রামবাসীরা তার খোঁজে তল্লাশি শুরু করে।
আরও পড়ুনঃ আটা-ময়দায় মিশিয়ে নিন ‘এক’ চিমটি! এতেই তুলোর মতো পাতলা, নরম হবে রুটি! গৃহিণীদের জন্যই এই মোক্ষম কৌশল
তল্লাশির সময় মাঠের কাছে কৃষকের মোটরসাইকেলটি পার্ক করা অবস্থায় দেখতে পান এবং কাছের কুঁড়েঘরের কাছে একটি দৈত্যাকার অজগরকে খুব অস্বস্তিকর অবস্থায় ছিল। গ্রামবাসীদের তাতেই সন্দেহ হয় যে, অজগরটি কোনও একটি বড় প্রাণী গিলে ফেলেছে। এরপরেই সাপটিকে মেরে ফেলেন তারা, পেট ছিঁড়ে ফেলা হয়, তাতেই পরিষ্কার হয়ে যায় গোটা ঘটনা। অজগরের পেটের ভিতর থেকে বেরিয়ে আসে চাষির শরীর।
advertisement
advertisement
রিসাওয়াল জানান, গ্রামে বর্ষাকালে পোষা প্রাণীর ওপর প্রায়ই অজগর হামলা চালায়। কিন্তু এই এলাকায় এই প্রথম কোনও অজগর কোনও জ্যান্ত মানুষকে গিলে ফেলল।মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রামের নিরাপত্তা কর্মকর্তা সেরতু দিরমান বলেন, দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে গ্রামবাসী ও পুলিশ মিলে ওই কৃষকের বাড়িতে নিয়ে যায়। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন এখন এলাকায় ক্রমবর্ধমান সাপের সংখ্যার উপর নজর রাখার পরিকল্পনা করছে।
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলের গল্পে জড়ানো গ্লেনারিজ, Hope Shop! বঙ্গবাসীর আবেগের ইতিহাস জানুন
২০১৭ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের সুলবিরো গ্রামে ২৩ ফুট লম্বা একটি অজগরের পেটের ভেতর থেকে আকবর নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে পাওয়া এই অজগরগুলি প্রায়শই ২০ ফুটেরও বেশি লম্বা হয়। তারা সাধারণত ছোট প্রাণী শিকার করে, কিন্তু মানুষের উপর আক্রমণ বিরল। কিন্তু, সাম্প্রতি ঘটা ঘটনাগুলো মনে করিয়ে দেয় যে, মানুষের ক্ষেত্রেও একইরকম অতর্কিতে হামলা চালাতে পারে এই সাপ। গ্রামের নিরাপত্তা কর্মকর্তা সার্জেন্ট ডিরমান বলেন, সাপের উপস্থিতি ও আক্রমণ বাড়তে থাকায় এখন থেকে বাসিন্দাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন বিভাগের সহযোগিতাও চাওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake: অজগরের পেটে দলা পাকিয়ে জড়িয়ে কৃষক! ছুটে এল পুলিশ, কী ঘটল তারপর? হাড়হিম দৃশ্য দেখল গোটা গ্রাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement