দেখতে সাপের ফণা, ভিতর থেকে দুধ বেরয়, মনসা গাছে রয়েছে এমনই অনেক বৈশিষ্ট্য

Last Updated:

ভাদ্রমাসের কৃষ্ণা পঞ্চমী তিথি পর্যন্ত পুজো হবে ৷ প্রধান্ত রাঢ় বঙ্গে ভাদ্র মাসে অরন্ধন পালিত হয় ৷ ওইদিন কোনও রান্না করা হয় না ৷

#কলকাতা: অধিকাংশ ক্ষেত্রে, প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিতা হন স্নুহী বা সীজ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে। আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি (শ্রাবণ)তাকে নাগপঞ্চমী বলে। আজ নাগপঞ্চমী ৷ মনসা পুজোর দিন ৷ এই পুজো করা যায় এক মাস ধরে ৷ ভাদ্রমাসের কৃষ্ণা পঞ্চমী তিথি পর্যন্ত পুজো হবে ৷ প্রধান্ত রাঢ় বঙ্গে ভাদ্র মাসে অরন্ধন পালিত হয় ৷ ওইদিন কোনও রান্না করা হয় না ৷ আগের দিনের রান্না করে রাখা খাবার পরের দিন খাওয়া হয় ৷ তাকেও মনসা পুজো অরন্ধন বলে। সাপ আর লোকাচার মনসামঙ্গল থেকেই প্রচলিত।
দেবী বন্দনা করে মনসা ঘটে জল ভরা হয়। আশপাশের কোনও পবিত্র জলাশয়কে বেছে নেওয়া হয় এই কাজের জন্য। জলাশয়ের দু’পাড়ে দু’দল সাপুড়ে ঢাক বাজায়।
advertisement
Manasa1
তবে জানেন কী, এই মনসা গাছের মধ্যে রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য ৷ এই গাছ দেখতে অনেকটা সাপের মতো ৷ গাছের পাতাগুলি যেন সাপের ফণা ৷ আর গাছের কষ একদম সাদা দুধের মতো ৷ সাপের সঙ্গে এত মিল থাকায় এই গাছকে দেবী মনসা রূপে পুজো করা হয় ৷ তবে এই গাছের বেশকিছু ঔষধি গুণ রয়েছে ৷ দেখে নেওয়া যাক সেগুলি কী কী---
advertisement
১৷ হুপিং কাশি এমনকী ফরেনজাইটি হলে মনসা পাতা একটু গরম করে তার রস চিনি বা নুন মিশিয়ে খেলে উপশম হবে ৷
২৷ যে কোনও ধরণের এগজিমা (চুলকানি, খোস পাঁচড়া) হলে এই গাছের রস লাগালে কমে যায় ৷
advertisement
৩৷ সাপের কামড় বা দেহের কোনও অংশে জ্বালা হলে প্রাথমিকভাবে এই পাতার রস সেই জ্বালা কমাতে সাহায্য করে ৷ তবে সাপে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে ৷
৪৷ রসবাতের ক্ষেত্রেও এই পাতার রস দুধে মিশিয়ে খেলে উপশম হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেখতে সাপের ফণা, ভিতর থেকে দুধ বেরয়, মনসা গাছে রয়েছে এমনই অনেক বৈশিষ্ট্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement