এমবিএ চাওয়ালা নামে পরিচিত প্রফুল্ল বিল্লোর ৯০ লক্ষ টাকার মার্সিডিজ কিনলেন ,দেখুন ভিডিওটি

Last Updated:

সোশ্যাল মিডিয়াতে খুবই সুপরিচিত এমবিএ চাইওয়ালা প্রফুল্ল বিল্লোর ভারতে বিভিন্ন স্থানে নিজের চায়ের দোকানের বেশ কয়েকটি আউটলেট খুলেছেন এবং সম্প্রতি তিনি একটি ৯০ লক্ষ টাকা মূল্যের মার্সিডিজ কিনে শিরোনামে এসেছেন। MBA chaiwala profulla billor purchased mercedes worth rupees 90 lakh

যে কোন মানুষের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি হল কঠোর পরিশ্রম এবং সঠিক অনুপ্রেরণা। মানুষ যদি মন থেকে কোন কিছু লাভ করার সংকল্প মনে গেঁথে নেয় তবে কোন কিছুই তার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। এমনি একটি ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়াতে খুবই সুপরিচিত এমবিএ চাইওয়ালা প্রফুল্ল বিল্লোর ভারতে বিভিন্ন স্থানে নিজের চায়ের দোকানের বেশ কয়েকটি আউটলেট খুলেছেন এবং সম্প্রতি তিনি একটি ৯০ লক্ষ টাকা মূল্যের মার্সিডিজ কিনে শিরোনামে এসেছেন।
তার এই প্রাপ্যের পিছনে রয়েছে অনেক বড় কাহিনী যা যে কোন মানুষকে অনুপ্রেরণা জোগাবার জন্য যথেষ্ট। ২০১৭ সালে এমবিএ ড্রপ আউট প্রফুল্ল বিল্লোর আইআইএম-আহমেদাবাদের সামনে নিজের একটি ক্যালয়ের দোকান খোলেন এবং সেই ক্ষেত্রে সফলতার পর থেকে তিনি'এমবিএ চাই ওয়ালা' নামে সারা দেশে বেশ কয়েকটি ফুড আউটলেটে তার ব্যবসা সম্প্রসারিত করেছেন। এখানেই তার গল্পের শেষ নয় , পাশাপাশি তিনি একজন সুপরিচিত ইনস্পিরেশনাল স্পিকার যিনি নিজের গল্পের উদাহরণ দিয়ে তরুণদের অনুপ্রেরিত করেন। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
advertisement
সম্প্রতি, তিনি ৯০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল মার্সিডিজ-বেঞ্জ এসইউভি কিনে তার সাফল্যের গল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন এবং এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন যেখানে সপরিবারে তাকে ওই নতুন গাড়িটি উন্মোচন করতে দেখা গেছে। নতুন গাড়ি কেনার শুভ মুহূর্তে ছোট একটি উৎযাপনের মধ্যে তাদের কেক কাটতেও দেখা যায় শেয়ার ওই ভিডিওতে
advertisement
একটি টেক্সটও পোস্ট করা হয় যেখানে লেখা থাকে "বিলিওনিয়ার ব্রাদার্স। এমবিএ চাইওয়ালা। লক্ষ্যকে স্থির রাখুন, এই পদ্ধতির ওপর বিশ্বাস রাখুন ।"
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ২.৫ মিলিয়ন ভিউস এবং ৩৫৫, ৫৭৪ লাইকস সংগ্রহ করেছে। ভিডিওটি দেখে বহু ইউসার নিজেদের মন্তব্য শেয়ার করেছেন।
একজন লিখেছেন "ভাই, দুর্দান্ত, এবং অনেক অভিনন্দন।"
advertisement
দ্বিতীয় ব্যক্তি যোগ করেছেন, "এই দুর্দান্ত গাড়িটি কেনার জন্য তাকে অভিনন্দন।"
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এমবিএ চাওয়ালা নামে পরিচিত প্রফুল্ল বিল্লোর ৯০ লক্ষ টাকার মার্সিডিজ কিনলেন ,দেখুন ভিডিওটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement