যে কোন মানুষের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি হল কঠোর পরিশ্রম এবং সঠিক অনুপ্রেরণা। মানুষ যদি মন থেকে কোন কিছু লাভ করার সংকল্প মনে গেঁথে নেয় তবে কোন কিছুই তার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। এমনি একটি ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়াতে খুবই সুপরিচিত এমবিএ চাইওয়ালা প্রফুল্ল বিল্লোর ভারতে বিভিন্ন স্থানে নিজের চায়ের দোকানের বেশ কয়েকটি আউটলেট খুলেছেন এবং সম্প্রতি তিনি একটি ৯০ লক্ষ টাকা মূল্যের মার্সিডিজ কিনে শিরোনামে এসেছেন।
তার এই প্রাপ্যের পিছনে রয়েছে অনেক বড় কাহিনী যা যে কোন মানুষকে অনুপ্রেরণা জোগাবার জন্য যথেষ্ট। ২০১৭ সালে এমবিএ ড্রপ আউট প্রফুল্ল বিল্লোর আইআইএম-আহমেদাবাদের সামনে নিজের একটি ক্যালয়ের দোকান খোলেন এবং সেই ক্ষেত্রে সফলতার পর থেকে তিনি'এমবিএ চাই ওয়ালা' নামে সারা দেশে বেশ কয়েকটি ফুড আউটলেটে তার ব্যবসা সম্প্রসারিত করেছেন। এখানেই তার গল্পের শেষ নয় , পাশাপাশি তিনি একজন সুপরিচিত ইনস্পিরেশনাল স্পিকার যিনি নিজের গল্পের উদাহরণ দিয়ে তরুণদের অনুপ্রেরিত করেন। ভিডিওটি এখানে দেখুন-
View this post on Instagram
একটি টেক্সটও পোস্ট করা হয় যেখানে লেখা থাকে "বিলিওনিয়ার ব্রাদার্স। এমবিএ চাইওয়ালা। লক্ষ্যকে স্থির রাখুন, এই পদ্ধতির ওপর বিশ্বাস রাখুন ।"এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ২.৫ মিলিয়ন ভিউস এবং ৩৫৫, ৫৭৪ লাইকস সংগ্রহ করেছে। ভিডিওটি দেখে বহু ইউসার নিজেদের মন্তব্য শেয়ার করেছেন।
একজন লিখেছেন "ভাই, দুর্দান্ত, এবং অনেক অভিনন্দন।"দ্বিতীয় ব্যক্তি যোগ করেছেন, "এই দুর্দান্ত গাড়িটি কেনার জন্য তাকে অভিনন্দন।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Internet, MBA, Tea seller, Viral Video