১৫ জন স্ত্রী, ৩০ সন্তান ও ১০০ জন ভৃত্য... প্রাইভেট প্লেন থেকে রাজা নামতেই চমকে উঠলেন সবাই !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: সবচেয়ে মজার বিষয়টি হল মানুষটি একা আসেননি ৷ সঙ্গে একাধিক মহিলা এবং প্রচুর সংখ্যায় শিশুও ছিলেন ওই বিমানে ৷ অবাক হবেন না... ইনি কোনও সাধারণ মানুষ নন ৷ তিনি আফ্রিকার এসওয়াটিনি বা পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত দেশের রাজা Mswati III ৷
আবু ধাবি: আবু ধাবি বিমানবন্দরের একটি ভিডিও হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে একজন আফ্রিকান লোককে দেখা যাচ্ছে, যার সঙ্গে কিছু মহিলারাও রয়েছেন। সবাই একটি প্রাইভেট জেট থেকে নামছেন। আর নামতেই সবাই তাঁকে সেলাম করছেন ! আফ্রিকান উপজাতির ট্র্যাডিশনাল পোশাকে প্রাইভেট জেট থেকে নামা লোকটি আসলে কে ? সবার মুখে এমন প্রশ্নই ছিল ৷
আর সবচেয়ে মজার বিষয়টি হল মানুষটি একা আসেননি ৷ সঙ্গে একাধিক মহিলা এবং প্রচুর সংখ্যায় শিশুও ছিলেন ওই বিমানে ৷ অবাক হবেন না… ইনি কোনও সাধারণ মানুষ নন ৷ তিনি আফ্রিকার শেষ পূর্ণ রাজশাহী ঘরানার রাজা। এসওয়াটিনি বা পূর্বে ‘সোয়াজিল্যান্ড’ নামে পরিচিত দেশের রাজা Mswati III ৷
advertisement
advertisement
Mswati III আবু ধাবির বিমানবন্দরে এমন ‘রাজকীয় ধামাল’ করলেন যে পুরো বিশ্বের নজরে পড়তে বাধ্য ৷ ঘটনাটি ১০ জুলাই ২০২৫-এর ৷ রাজা তাঁর প্রাইভেট জেট থেকে আমিরশাহির মাটিতে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজার ১৫ জন স্ত্রী, ৩০ সন্তান এবং প্রায় ১০০-র বেশি সার্ভেন্ট। এই সব দেখে রীতিমতো হইচই পড়ে যায় আবুধাবি বিমানবন্দরে ৷ রাজার নিরাপত্তায় গোটা বিমানবন্দরেই প্রায় ‘লক-ডাউন’ করার মতো অবস্থা হয় ৷
advertisement
advertisement
রাজা Mswati III আমিরশাহি সফরে কিছু আর্থিক সমঝোতা ও ব্যবসা সংক্রান্ত বৈঠকের জন্য গিয়েছিলেন ৷ কিন্তু সঙ্গে করে নিজের গোটা পরিবারকেই নিয়ে গিয়েছিলেন ৷ তাঁর এত বড় পরিবারকে দেখে অবাক প্রত্যেকেই ৷
ভিডিওতে রাজাকে লিওপার্ড প্রিন্টের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে এবং তাঁর ৩০ জন স্ত্রী রঙ-বেরঙের আফ্রিকান পোশাকে ঝলমল করছিলেন। ১০০ জন ভৃত্যের দল রাজা এবং রানির জিনিসপত্র সামলাতেই ব্যস্ত ছিলেন। আফ্রিকার রাজার এই ‘শাহি’ জীবন দেখে গোটা বিশ্বই অবাক।
advertisement
১৯৮৬ সাল থেকে সেদেশের রাজা Mswati III। তিনি বিশ্বের সবচেয়ে ধনী রাজাদের মধ্যে গণ্য হন। তাঁর সম্পত্তি ১ বিলিয়ন ডলারের বেশি বলে জানা গিয়েছে। এসওয়াটিনি (Eswatini) দেশে ৬০% জনসংখ্যা দারিদ্র্যসীমার নীচে ৷ তাই রাজার এই বিলাসবহুল জীবনযাপন দেখে আরোই অবাক হতে হয় !
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 12:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১৫ জন স্ত্রী, ৩০ সন্তান ও ১০০ জন ভৃত্য... প্রাইভেট প্লেন থেকে রাজা নামতেই চমকে উঠলেন সবাই !