Viral Video: ৭২ ঘণ্টা ডিউটি করে বাড়ি ফিরলেন ক্লান্ত স্বামী, সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন স্ত্রী! ভাইরাল ভিডিও নিয়ে জোর বিতর্ক

Last Updated:

স্ত্রী তাঁর উপরে ক্ষোভ উগরে দিলেও ওই রেলকর্মীকে দেখে এতটাই ক্লান্ত লাগছে যে কথার উত্তরটুকু দেওয়ার মতো অবস্থাতেও ছিলেন না তিনি৷

ভিডিও-তে দেখে খুবই ক্লান্ত লাগছিল ওই রেলকর্মীকে৷
ভিডিও-তে দেখে খুবই ক্লান্ত লাগছিল ওই রেলকর্মীকে৷
পেশাদারি জীবনের সঙ্গে পারিবারিক জীবনের সংঘাত নতুন কিছু নয়৷ সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে সেই বিতর্কই ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে৷
এই ভিডিও-তে দেখা যাচ্ছে, ৭২ ঘণ্টার শিফট শেষ করে বাড়ি ফেরামাত্রই তাঁর উপরে রাগারাগি শুরু করেছেন স্ত্রী৷ অন্যান্য অনেকের মতোই ওই গৃহবধূরও অভিযোগ, তাঁর স্বামী অফিসের কাজের জন্য বাড়িতে পর্যাপ্ত সময় দিচ্ছেন না৷ সংসারের যাবতীয় কাজ তাঁকেই সামলাতে হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়ছেন ওই স্ত্রী৷
ভাইরাল এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ যদিও ওই ভিডিও দেখে বোঝা যাচ্ছে, ওই ব্যক্তি রেলে চাকরি করেন৷ ৭২ ঘণ্টার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পর স্বভাবতই তাঁকে ক্লান্ত এবং অবসন্ন লাগছে৷
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by BHAARAT INSIGHT (@bhaaratinsight)

advertisement
ভিডিও-তে ওই ব্যক্তির স্ত্রীকে দেখা না গেলেও তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এই যে উনি এসেছেন৷ ৭২ ঘণ্টা রেলকে দেবেন, আর ১৬ ঘণ্টা বাড়িতে দেবেন৷ সারাদিন ঘরের সব কাজ আমিই করতে থাকি৷ চুপ করে আছো কেন এখন?’
স্ত্রী তাঁর উপরে ক্ষোভ উগরে দিলেও ওই রেলকর্মীকে দেখে এতটাই ক্লান্ত লাগছে যে কথার উত্তরটুকু দেওয়ার মতো অবস্থাতেও ছিলেন না তিনি৷ এই ভিডিও দেখে অনেকেই পুরুষদের মানসিক স্বাস্থ্যের দিকটি কীভাবে উপেক্ষিত হয়, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন৷ পরিবারের প্রতি নিজেদের কর্তব্য পূরণে বহু পুরুষকেই কীভাবে নিজেদের ইচ্ছের বিরুদ্ধেও অনেক সময় পেশাদারি দায়িত্ব পালন করে যেতে হয়, সেই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন অনেকে৷ এই ভিডিও দেখে একজন মন্তব্য করেছেন, ওনার ক্লান্ত চোখ দুটির দিকে একবার দেখুন৷
advertisement
আর একজন লিখেছেন, ওই ব্যক্তি চুপ করে আছেন৷ কারণ উনি হয়তো এই নাটক আগেও বহুবার দেখেছেন৷ এই পরিস্থিতিতে চুপ করে থাকাটাই যে সবথেকে নিরাপদ, সেটা উনি জানেন৷
তবে কেউ কেউ ওই ব্যক্তির স্ত্রীর দাবির সঙ্গেও সহমত পোষণ করেছেন৷ সেরকমই একজন লিখেছেন, দু দিকই দেখে সমানভাবে বিচা্র করা উচিত৷ ওনার যেমন বিশ্রাম প্রয়োজন, সেরকমই ওনার পরিবারেরও ওনাকে প্রয়োজন৷৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ৭২ ঘণ্টা ডিউটি করে বাড়ি ফিরলেন ক্লান্ত স্বামী, সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন স্ত্রী! ভাইরাল ভিডিও নিয়ে জোর বিতর্ক
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement