Viral: অর্ডার করা খাবার কীভাবে নেন বলিউড সেলিব্রিটিরা, ভিডিওতে অবিকল তুলে ধরলেন কন্টেন্ট ক্রিয়েটর

Last Updated:

কিছু বলিউড তারকা কী ভাবে অর্ডার করা খাবার রিসিভ করেন, সেটা অবিকল নকল করে ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন এক কন্টেন্ট ক্রিয়েটর!

বিনোদনের জন্য কোনও সুযোগই হাতছাড়া করছে না সুইগি, প্রতীকী ছবি
বিনোদনের জন্য কোনও সুযোগই হাতছাড়া করছে না সুইগি, প্রতীকী ছবি
আমরা হামেশাই অনলাইনে খাবার অর্ডার করে থাকি। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে, খাবার অর্ডার করার পরে বলিউডের অভিনেতারা কীভাবে সেই খাবার ডেলিভারি নেন? আসলে এমনই একটি ভিডিও শেয়ার করেছে জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি। কিছু বলিউড তারকা কী ভাবে অর্ডার করা খাবার রিসিভ করেন, সেটা অবিকল নকল করে ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন এক কন্টেন্ট ক্রিয়েটর! আর নিমেষেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্ল্যাটফর্মের অবাধ গতিবিধি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। শুধুমাত্র খাবার সংক্রান্ত বিষয়ে তথ্য প্রদানই নয়, তার পাশাপাশি ট্যুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে নানা মজাদার কন্টেন্টও শেয়ার করে এই সব অনলাইন খাবার ডেলিভারি সংস্থা। এই তো কয়েক সপ্তাহ আগেই সুইগি একটা অদ্ভুত মজাদার তালিকা শেয়ার করেছিল। সংস্থার গ্রসারি ডেলিভারি পরিষেবা ইনস্টামার্টে ভারতীয়রা কী কী আজব জিনিসপত্র সার্চ করেন গ্রাহকরা, সেই সব তথ্যই ছিল সুইগির সপ্তম সংস্করণ বার্ষিক ট্রেন্ডে। তাতে দেখা যাচ্ছে যে, ৫ হাজার ৯৮১ বার সার্চ করা হয়েছে পেট্রোল। আবার আন্ডারওয়্যার সার্চ করা হয়েছে ৮ হাজার ৮১০ বার। mommy সার্চ করা হয়েছে প্রায় ৭ হাজার ২৭৫ বার। আবার সোফা আর বেড সার্চ হয়েছে যথাক্রমে ২০ হাজার ৬৫৩ বার এবং ২৩ হাজার ৪৩২ বার।
advertisement
advertisement
এ তো নয় গেল, গত সপ্তাহের গল্প। এই সপ্তাহে সুইগির তরফে শেয়ার করা হয়েছে এই সেলেবদের নকল করার ভিডিওটি। ফলে বোঝাই যাচ্ছে, নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং তাঁদের বিনোদনের জন্য কোনও সুযোগই হাতছাড়া করছে না সুইগি!
তাহলে কথা না-বাড়িয়ে চলে আসা যাক, মজাদার এই ভিডিওটির প্রসঙ্গে। কন্টেন্ট ক্রিয়েটর জগজ্যোত সিং এই ভিডিওটি শেয়ার করেছিলেন। এমনিতে তিনি সাধারণত তারকাদের নকল করার জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর ওই ভিডিওটি শেয়ার করেছে সুইগিও। শর্ট রিল ফরম্যাটে বানানো জগজ্যোতের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, প্রথমেই অভিনেতা বরুণ ধাওয়ানকে নকল করছেন তিনি। খাবার ডেলিভারি নেওয়ার সময় বাঁ গালটা তুলে কিঞ্চিৎ হেসে নিলেন তিনি। ঠিক যেমনটা হয়তো বরুণ ধাওয়ান করে থাকেন!
advertisement
View this post on Instagram

A post shared by Jagjyot Singh (@aapkajags)

advertisement
এর পর একে একে কার্তিক আরিয়ান, জন আব্রাহাম, রণবীর সিং এবং গুরু রনধাওয়াকে নকল করেছেন তিনি। কী ভাবে তাঁরা খাবার ডেলিভারি নিতেন, সেটা অবিকল দেখিয়েছিন জগজ্যোত। জন আব্রাহামেরটা নকল করার ক্ষেত্রে সব থেকে মজাদার বিষয়টা ছিল টি-শার্টের হাতার তলায় দুটো গোল বস্তু ঢুকিয়ে নিয়েছিলেন! যাতে দেখে মনে হয়, জন আব্রাহামের মতো বড় বাইসেপ রয়েছে তাঁরও!
advertisement
রিলটি পোস্ট করে তাতে ক্যাপশনে লেখা হয়েছে, “আপনারা কি অনুমান করতে পারবেন যে, এই সেলেবরা নিশ্চিত ভাবে কী অর্ডার করেছেন।” আর এই রিল পোস্ট হতেই তা নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৩ লক্ষ ভিউ এসেছে। আর প্রায় ১.৬৬ লক্ষেরও বেশি মানুষ এটিকে পছন্দ করেছেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: অর্ডার করা খাবার কীভাবে নেন বলিউড সেলিব্রিটিরা, ভিডিওতে অবিকল তুলে ধরলেন কন্টেন্ট ক্রিয়েটর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement