গাছে উঠে ছড়াচ্ছিলেন টাকার বান্ডিল! শেষমেষ ভিন রাজ্যের যুবক এই লোভেই নামলেন নীচে
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
হঠাৎ গাছের উপর থেকে টাকা ছড়াতে দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি হয়। অনেক স্থানীয় বাসিন্দা সেই টাকা কুড়িয়ে নেন!
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুর ব্লকের শেষ প্রান্তে নবলা পঞ্চায়েতের উদয়পুরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির অদ্ভুত ও আতঙ্কজনক কাণ্ডে। এ দিন সকালেই ওই ব্যক্তি একটি বড় গাছে উঠে পড়েন এবং আত্মহত্যার হুমকি দিতে থাকেন। তাঁর সঙ্গে ছিল একটি ব্যাগ, যার ভিতর থেকে তিনি একের পর এক টাকার বান্ডিল বের করে গাছের নিচে ছড়াতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। হঠাৎ গাছের উপর থেকে টাকা ছড়াতে দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি হয়। অনেক স্থানীয় বাসিন্দা সেই টাকা কুড়িয়ে নেন। গোটা ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করেন। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং সেই ভিডিও অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত ও উদ্বেগজনক হয়ে ওঠায় খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ ও দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। প্রায় দীর্ঘ সময় ধরে বোঝানো ও শান্ত করার পর অবশেষে ওই ব্যক্তিকে নিরাপদে গাছ থেকে নামানো সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তির বাড়ি আসামের কোনও একটি এলাকায়। তবে তাঁর নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। কেন তিনি গাছে উঠে টাকা ছড়াচ্ছিলেন এবং আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কারও দাবি, এনআরসির আতঙ্কে তিনি হয়তো আসাম ছেড়ে এখানে চলে আসতে পারেন। আবার অনেকে বলছেন, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ব্যাগের টাকাগুলি চুরি করা হতে পারে। এমনকি অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি মদ খেতে চেয়েছিলেন এবং কেউ কেউ তাঁকে মদ কিনে দিয়েছিল।
advertisement
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ওই ব্যক্তির প্রকৃত পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 26, 2026 3:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গাছে উঠে ছড়াচ্ছিলেন টাকার বান্ডিল! শেষমেষ ভিন রাজ্যের যুবক এই লোভেই নামলেন নীচে









