পুলিশের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ! উত্তর প্রদেশে হুলস্থূল

Last Updated:

Mahoba Latest News: কেন অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি? ওই যুবকের কাছে জানতে চেয়েছে পুলিশ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চ। তবে এই নিয়ে প্রশাসনিক কর্তারা মুখ খোলেননি।

পুলিশের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ! উত্তর প্রদেশে হুলস্থূল
পুলিশের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ! উত্তর প্রদেশে হুলস্থূল
মাহোবা, উত্তর প্রদেশ: উত্তর প্রদেশ পুলিশে চাকরির পরীক্ষা চলছে। পরীক্ষা দিতে এসেছিলেন এক যুবক। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় অ্যাডমিট কার্ড দেখাতেই পুলিশ কর্মীদের চক্ষু চড়কগাছ। অ্যাডমিট কার্ডে কি না সানি লিওনের ছবি! সঙ্গে সঙ্গে আটক করা হয় যুবককে। নিয়ে যাওয়া হয় থানায়। কেন অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি? ওই যুবকের কাছে জানতে চেয়েছে পুলিশ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ক্রাইম ব্রাঞ্চ। তবে এই নিয়ে প্রশাসনিক কর্তারা মুখ খোলেননি।
জানা গিয়েছে, ওই যুবকের নাম ধর্মেন্দ্র সিং। কুলপাহাড় থানার রাগৌলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশি নিয়োগ পরীক্ষায় যথাযথভাবে ফর্ম ফিল আপ করেছিলেন। জানিয়েছিলেন সমস্ত তথ্যই। তবে ধর্মেন্দ্রর অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় তিনি যখন অ্যাডমিট কার্ড দেখান তখনই সানি লিওনের ছবি সেঁটে দেওয়া হয়। তাঁর দাবি, রেজিস্ট্রেশনের সময় সমস্ত তথ্য এবং ছবি তিনি সঠিকভাবেই দিয়েছিলেন। আপাতত মহোবার কুলপাহাড় কোতোয়ালি এলাকার জৈতপুর পুলিশের পাশাপাশি ক্রাইম ব্রাঞ্চের দল চাকরিপ্রার্থী ধর্মেন্দ্র সিংকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে।
advertisement
advertisement
পরীক্ষায় অনিয়মের অভিযোগে গ্রেফতার ২৪৪ জন: ইউপি কনস্টেবল নিয়োগের দুই দিনের পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। টুকলি রুখতে কড়া গার্ড দেওয়া হয়। ১৫ ফেব্রুয়ারি পরীক্ষার প্রথম দিন থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, নকল ও প্রতারণার মামলায় এঁদের গ্রেফতার করেছে জেলা পুলিশ ও এসটিএফ। ধৃতদের মধ্যে চাকরিপ্রার্থীর পাশাপাশি চাকরিপ্রার্থীদের সাহায্যকারী ও দালাল রয়েছে। প্রয়াগরাজে ১৭ জন, ইটাতে ১৬, সিদ্ধার্থনগরে ১৫, আজমগড় থেকে ৯, মৌ থেকে ১৩ এবং বারাণসী থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, ৩ লাখের বেশি পরিক্ষার্থী পরীক্ষা দেননি বলে জানা গিয়েছে। কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে ২৪০৮৭২২ পরীক্ষার্থীর মধ্যে ২১০৭২৪৮ পরীক্ষার্থী অংশ নেন। দুই দিন মিলিয়ে মোট ৪৩,১৩৬১১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন বলে জানা গিয়েছে। লিখিত পরীক্ষায় প্রায় সাড়ে দশ শতাংশ পরীক্ষার্থীর অনুপস্থিতির খবর মিলেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পুলিশের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ! উত্তর প্রদেশে হুলস্থূল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement