MS Dhoni Viral Video: ধোনির ছোঁয়ায় ৩ লক্ষ হল ৩০ কোটি! ভক্তকে ভরিয়ে দিলেন মাহি, ভিডিও সুপার ভাইরাল!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
MS Dhoni Viral Video: প্রাক্তন ভারত অধিনায়কের স্পর্শেই স্পর্শেই ৩ লক্ষ হল ৩০ কোটি!
নয়াদিল্লি: আজ বিশ্বের কাছে মহেন্দ্র সিং ধোনি শুধুই একটি নামই নয় ৷ তিনি প্রতিটি ক্রিকেট প্রেমী মানুষের আবেগও বটে ৷ যিনি নিজের কর্ম দক্ষতার ক্রিকেটকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গিয়েছেন ৷ তাঁর গাড়ি ও মোটর সাইকেলের প্রতি অনুরাগ সবারই জানা আছে ৷ বিভিন্ন জায়গায় গাড়ি, বাড়ি নিয়ে নানান ধরনের গাড়ি ঘোড়া নিয়ে তাঁর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
ধোনির রাঁচির বাড়ির গ্যারাজ প্রতিটি ভক্তর কাছে অত্যন্ত আকর্ষণের ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক এমনই ভাবে এক ভক্তের দিন তৈরি করেছেন ৷ রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপটের ৬৫০ ৷ স্বোয়াঙ্কির মডেলের দাম ৩.৩২ লক্ষ টাকা ৷ ধোনি এক ভক্তের লাল এনফিল্ডের ট্যাঙ্কের উপরে সই করেছেন সেটাই অত্যন্ত ভাল অংশ ৷ তারপরে তিনি চলে যাওয়ার আগে ভক্তকে জানান চালিয়ে রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন ৷
advertisement
আরও পড়ুন: Rahu Shukra Navpancham Rajyog: রাহু-শুক্রের ইতিহাসে নবপঞ্চম রাজযোগ, দুর্লভ সংযোগে ধন-বৈভবের দেবতা, ধনু-সহ তিন রাশির অকাল দীপাবলি
মহেন্দ্র সিং ধোনির সেই ভিডিও দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ৫২ মিলিয়ন ভিউ হয়েছে ৷ এমনকী সেই ভিডিওতে রঅ্যাক্ট করেছেন স্বয়ং মাহি ৷ কমেন্টে তিনি লিখেছিলেন “RideWithMahi?” ধোনি ভক্ত আনন্দে আত্মহারা হয়েছে ৷ ধোনির সই করাতেই সেই বাইকের দাম ৩.৩ লক্ষ থেকে ৩০ কোটি টাকা ৷ ধোনির মির্চ মশলা লুকে সোশ্যাল মিডিয়ায় ঘায়েল বহু ৷
advertisement
আরও পড়ুন: Zodiac Who Can’t Keep Secret: পরনিন্দা পরচর্চায় বিশেষ দক্ষতা! কোনও কথাই পেটে রাখতে পারেন না, বৃশ্চিক-সহ ৫ রাশি কৌতূহল তুঙ্গে
view commentsঅনেকেও আফসোস করেছেন ছোটবেলার নায়কের বয়স আস্তে আস্তে বাড়ছে ৷ সূত্রের খবর ভারতের সর্বকালের সেরা অধিনায়কের সংগ্রহে আছে যে যে বাইকের সংগ্রহ, Kawasaki Ninja H2, Confederate X132 Hellcat, Kawasaki Ninja ZX-14R, Harley Davidson FatBoy, Ducati 1098, Yamaha RD350, Yamaha Rajdoot, Suzuki Shogun, Yamaha Thundercat, BSA Goldstar, Norton Jubilee 250 and TVS Apache RR 310.
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 3:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
MS Dhoni Viral Video: ধোনির ছোঁয়ায় ৩ লক্ষ হল ৩০ কোটি! ভক্তকে ভরিয়ে দিলেন মাহি, ভিডিও সুপার ভাইরাল!

