Home /News /off-beat /
মা কালীর আরাধনা এই ফুল ছাড়া একদমই হয়না, জেনে নিন আপনিও . . .

মা কালীর আরাধনা এই ফুল ছাড়া একদমই হয়না, জেনে নিন আপনিও . . .

মা কালী ৷ সংগৃহীত ছবি ৷

মা কালী ৷ সংগৃহীত ছবি ৷

মা কালী স্বয়ং শক্তির রূপ তাই তাঁকে শক্তি রূপিনী দেবীও বলা হয়ে থাকে

 • Share this:

  #কলকাতা: কালী পুজোয় কেন জবা ফুল লাগেই লাগে ? মা কালী স্বয়ং শক্তির রূপ তাই তাঁকে শক্তি রূপিনী দেবীও বলা হয়ে থাকে ৷ সারা পৃথিবীই এই শক্তির উপাসানা করে শক্তপ্রাপ্ত হয়েছে ৷ মায়ের পুজোয় কিছু থাকুক না থাকুক লাল জবা থাকবেই হবে ৷ যখন যখন ধর্মে গ্লানি দেখা দিয়েছে তখনই একমাত্র শক্তি সেই গ্লানি থেকে মুক্তি দিয়েছে ৷

  আরও পড়ুন : প্রতিদিন এই ফুলে শিবপুজো করলে ফল পাবেন হাতেনাতে

  সারা পৃথিবীজুড়ে তারাই স্বাধীন যারা শক্তিশালী ৷ দুর্বলকে সব সময়েই আবদ্ধ করে রাখতে পারে সবাই শক্তি যার কাছে আছে সেই বিজয়ী হয় জীবনের নানান যুদ্ধে ৷ আসমুদ্র হিমাচল প্রত্যেকেই মা কালীর আরাধনা করেছেন ৷ সে রামপ্রসাদ হোক বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সাধক বামাক্ষ্যাপা, ত্রৈলঙ্গস্বামী ৷ মা কালীর আরাধনা করেই সবাই শক্তি অর্জন করেছিলেন ৷ সেই জীবনের কক্ষপথে বেঁচে থাকে টিকে থাকে যে সর্ব শক্তিমান ৷

  আরও পড়ুন : শনিবার এই নিয়ম মেনে চলুন, শনিদেবের রোষের মুখে পড়তে হবেনা . . .

  লাল অর্থাৎ শক্তি ও শৌর্যের প্রতীক তাই মা কালীর পুজো জবা ফুল ছাড়া কোনও ভাবেই হয়না ৷ যেহেতু মা কালী শক্তিরূপিনী দেবী ৷ লাল রঙ, এনার্জি, প্রবল এগিয়ে যাওয়ার শক্তি যোগায় লাল ৷ মা কালী শক্তির প্রতীক, তবে সেই শক্তি কোনও ভাবেই কোনও খারাপ শক্তি নয় ৷

  আরও পড়ুন : বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় অনুকুল ঠাকুরের এই মন্ত্রেই লুকিয়ে রয়েছে ভাল থাকার চাবিকাঠি

  মানুষের জীবনের যাবতীয় অন্ধকারকে দুর করার ৷ শক্তি আর অমাবস্যায় মা কালীর পুজো হয় ৷ কালো বা অন্ধকার শক্তি যোগায় ৷ মনের বা জীবনের সব কালোকে দূর করতেই মা কালীর আরাধনা করে থাকি ৷ মনের কালিমা তাড়াতে ৷

  First published:

  Tags: Bad, Dark, Evil, HUman Being, Maa Kali, Prosperity, Saving

  পরবর্তী খবর