আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখে নিন কোন রাশিতে গ্রহণের কী কী প্রভাব
Last Updated:
এই শতকের দীর্ঘতম পূর্ণ চন্দ্রগহণ ঘটতে চলেছে ২৭ জুলাই ৷ গোটা ভারতের সব অঞ্চল থেকেই দেখা যাবে এই চন্দ্রগহণ ৷
#কলকাতা: এই শতকের দীর্ঘতম পূর্ণ চন্দ্রগহণ ঘটতে চলেছে ২৭ জুলাই ৷ গোটা ভারতের সব অঞ্চল থেকেই দেখা যাবে এই চন্দ্রগহণ ৷ জানা গিয়েছে, ২৭ জুলাই প্রায় দু’ঘণ্টা ধরে চলবে এই গ্রহণ ৷ গ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ১১.৫৪ মিনিট ৷ এক নজরে দেখে নিন কোন রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব কী কী ৷
১. চন্দ্রগ্রহণের প্রভাবে মেষ রাশির জাতকরা সম্মানহানি, অপমানের শিকার হতে পারেন।
২. চন্দ্রগ্রহণের প্রভাবে বৃষ রাশির জাতকরা সুখ শান্তি ভোগ করতে পারেন।
advertisement
৩. চন্দ্রগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকরা সম্পত্তি ভোগ করবেন।
৪. চন্দ্রগ্রহণের প্রভাবে কর্কট রাশির জাতকরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
৫. চন্দ্রগ্রহণের প্রভাবে সিংহ রাশির জাতকরা এই সময়ে মানসিক সমস্যায় ভুগতে পারেন। শান্তি বিঘ্নিত হতে পারে তাঁদের জীবনে।
advertisement
৬. চন্দ্রগ্রহণের প্রভাবে কন্যা রাশির জাতকদের কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
৭. চন্দ্রগ্রহণের প্রভাবে তুলা রাশির জাতকরা সম্পত্তি ও অর্থ লাভ করবেন।
৮. বৃশ্চিক রাশির জাতকরা স্বাস্থ্যের দিক থেকে সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন জ্যোতিষরা।
৯. চন্দ্রগ্রহণের প্রভাবে ধনু রাশির জাতকরা অল্প কোনও ক্ষতির সম্মুখীন হতে পারেন।
১০. চন্দ্রগ্রহণের প্রভাবে মকর রাশির জাতকরা সুখ ভোগ করবেন এই সময়ে।
advertisement
১১. চন্দ্রগ্রহণের প্রভাবে কুম্ভরাশির মহিলা জাতকরা একটু সমস্যার মধ্য দিয়ে যাবেন এই সময়কালে।
১২. চন্দ্রগ্রহণের প্রভাবে মীন রাশির জাতকদের ক্ষেত্রে চরম কোনও সমস্যা উপস্থিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
Location :
First Published :
July 27, 2018 1:32 PM IST