Viral: এই পিঠে স্কুলব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কী আছে দেখতে গিয়েই উড়ে গেল হুঁশ... বাবারে! এ কী অবস্থা!

Last Updated:

১১০০ লিটার ইংরেজি ব্র্যান্ডের বিয়ার ও মদের বোতল, একটি মোটরসাইকেল এবং নগদ ১৪,৫০০ টাকা জব্দ করা হয়েছে। একটি পার্টি অনুষ্ঠানে মদ্যপানের অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

AI Image
AI Image
গোপালগঞ্জ/মোতিহারি: বিহারে ২০১৬-১৭ সাল থেকে মদ নিষিদ্ধ। তা সত্ত্বেও, এখানে মদ বিক্রি এবং ক্রয় বন্ধ হয়নি। বিহারের অনেক জেলায় ক্রমাগত মদ পাচারের ঘটনা ঘটছে। গোপালগঞ্জ এবং মোতিহারিতে মদ পাচার সম্পর্কিত সর্বশেষ ঘটনাটি প্রকাশ্যে এসেছে। যেখানে পুলিশ এবং আবগারি বিভাগ বড় পদক্ষেপ করেছে।
গোপালগঞ্জের বালথারি চেকপোস্টে আবগারি বিভাগের একটি দল একটি ট্রাক তল্লাশি করে, যেখানে হ্যান্ড স্ক্যানার মেশিনের সাহায্যে ট্রাকের কেবিন থেকে লক্ষ লক্ষ টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়। এই অভিযানে পূর্ব চম্পারণের ট্রাক চালক গুড্ডু সাহনিকে গ্রেফতার করা হয়েছে। আবগারি সুপারিনটেনডেন্টের নেতৃত্বে ইউপি-বিহার সীমান্তে এই অভিযান চালানো হয়েছিল। যেখানে চোরাকারবারীরা ইউপি থেকে মদের একটি বড় চালান আনছিল। অন্যদিকে মোতিহারিতে, পুলিশ মদ চোরাচালান এবং অবৈধ মদ সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পুলিশ বানজারিয়া এবং হরসিদ্ধি থানা এলাকায় অভিযান চালিয়ে মদের হোম ডেলিভারিকারী পাচারকারীদের ধরেছে। পাচারকারীরা স্কুল ব্যাগে মদ লুকিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিত, কিন্তু পুলিশ সময়মতো তাদের ধরে ফেলে।
advertisement
advertisement
এই সময় ১১০০ লিটার ইংরেজি ব্র্যান্ডের বিয়ার ও মদের বোতল, একটি মোটরসাইকেল এবং নগদ ১৪,৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একটি পার্টি অনুষ্ঠানে মদ্যপানের অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে মদ্যপানের অভিযোগে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মোতিহারির অতিরিক্ত পুলিশ সুপার শিবম ধাক্কাদ জানান, মদ চোরাচালান এবং অবৈধ মদ বিক্রি বন্ধে একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। পুলিশ এবং আবগারি বিভাগ একসঙ্গে উত্তরপ্রদেশ-বিহার সীমান্তে এবং স্থানীয় পর্যায়ে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। হ্যান্ড স্ক্যানার এবং শ্বাস বিশ্লেষকের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চোরাকারবারি এবং মদ্যপদের সহজেই ধরা পড়ছে। বিহারে মদ নিষিদ্ধ আইনের অধীনে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে, যাতে অবৈধ মদের চোরাচালান এবং সেবন সম্পূর্ণরূপে বন্ধ করা যায়।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: এই পিঠে স্কুলব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কী আছে দেখতে গিয়েই উড়ে গেল হুঁশ... বাবারে! এ কী অবস্থা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement