এ যেন এক অন্য সিংহরাজ! জঙ্গলের রাজার অসহায় অবস্থা দেখলে অবাক হবেন
- Published by:Anulekha Kar
Last Updated:
কিন্তু এই ভিডিওতে পশুরাজের অবস্থা দেখলে আর হাসি চেপে রাখতে পারবেন না।
#নয়াদিল্লি: জঙ্গলের রাজার বিভিন্ন ভিডিও প্রায়শই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ভিডিওতে পশুরাজের অবস্থা দেখলে আর হাসি চেপে রাখতে পারবেন না।
পশুরাজকে শিকার করতে তো দেখছেন অনেকেই। কিন্তু বনের রাজাকে গাছে উঠতে দেখেছেন কখনও? সম্প্রতি এমনই এক ভিডিও দেখে হাসির হিরিক উঠেছে সামাজিক মাধ্যমে।
advertisement
গাছের মাথায় বসে দিব্যি বসেছিল পশুরাজ। কিন্তু, তারপরেই ঘটল এক অন্য ঘটনা। গাছ থেকে নামতে না পেরে একেবারে অসহায় বোধ করছিল সিংহটি। আসতে আসতে নামতে গিয়েও বিপদে পড়তে হল তাকে। গাছ থেকে সোজা নিচে পড়ে গেল সিংহরাজ।
advertisement
advertisement
ভিডিওটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেট জগতে। ভিডিও জুড়ে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। সিংহের এমন অসহায় অবস্থা দেখে হাসির ফোয়ারা উঠেছে সামাজিক মাধ্যমে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 1:26 PM IST