বাইকে বসতে অস্বীকার করায় মহিলাকে হেলমেট দিয়ে আঘাত
- Published by:Brototi Nandy
Last Updated:
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গুরুগ্রামে একজন ব্যক্তি হেলমেট দিয়ে একজন মহিলাকে আঘাত করে কারণ তিনি ওই ব্যক্তির বাইকে বসে অস্বীকার করেছিলেন। man hits woman with helmet
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখে গেছে কমল নামে একজন ব্যক্তি নিজের বাইক থেকে নেমে অটোতে বসে থাকা এক মহিলার সঙ্গে বচসায় নেমে পড়েন। মহিলাকে ওই ব্যক্তি তার বাইকে বসতে বললে মহিলাটি তা অস্বীকার করেন। মুহূর্তেই কমল নামে লোকটি পাশেই তার বাইক লাগিয়ে ওই মহিলাকে তার হেলমেট দিয়ে আঘাত করতে থাকেন। মহিলাটি তার পার্স দিয়ে নিজেকে রক্ষা করার এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন।
ইতিমধ্যে আশেপাশের স্থানীয় লোকেরা হস্তক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং তারা ওই ব্যক্তিকে পরাস্ত করতে সক্ষম হয়। ভিডিওটি দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে কোন একটা বিষয় নিয়ে অশান্তি হয়েছিল। কি নিয়ে সেই অশান্তি সেটা বিষাদভাবে জানা যায়নি। তবে দুজনেই যে একে অপরের কাছে পরিচিত cctv ফুটেজে তা পরিষ্কার বোঝা যাচ্ছে।ভিডিওটি এখানে দেখুন-
advertisement
#WATCH | Haryana: CCTV footage of a man named Kamal hitting a woman with his helmet after she refused to ride on his bike. pic.twitter.com/Az3MWRKKWo
— ANI (@ANI) January 6, 2023
advertisement
আমাদের দেশে আজও মেয়েরা বিভিন্ন জায়গায় এই ধরণের হিংসাত্মক ঘটনার সম্মুখীন হন। তাদের সুরক্ষার বহু ব্যবস্থা থাকা সত্বেও মহিলাদের এই পরিণতি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে যে এই ঘটনার জন্য ওই মহিলা গুরুতর আহত হন এবং দ্রুত চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়।
advertisement
গুরুগ্রামের এসিপি মনোজকে বলেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার হওয়ার পর বহু মানুষদের বহু প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জমা হয়। নেটিজেনরা এই ভিডিও দেখে বাকরুদ্ধ হয়ে গেছিলেন। আশ্চর্য্যের ব্যাপার যে আজও মেয়েরা রাস্তা ঘাটে সম্পূর্ণভাবে নিরাপদ নয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 10:47 AM IST