ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির ওপর বজ্রপাতের দৃশ্য বাকরুদ্ধ করে দিয়েছে সমগ্র বিশ্বকে
- Published by:Brototi Nandy
Last Updated:
ব্রাজিলের রিও ডি জেনিরোতে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির ওপর বজ্রপাতের ছবি বিশ্বজুড়ে মানুষকে বিস্মিত করে দিয়েছে। হলিউড তারকা উইল স্মিথও এই ঘটনায় অবাক হয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। lightning striking the statue of Christ the Redeemer in Rio de Janeiro, Brazil
আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই। এমন কিছু ঘটনা ঘটে যার অনুভূতি মুখে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনা। এমনি একটি বিস্ময়কর ঘটনা সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষকে হতবাক করে দিয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির ওপর বজ্রপাতের ছবি বিশ্বজুড়ে মানুষকে বিস্মিত করে দিয়েছে। হলিউড তারকা উইল স্মিথও এই ঘটনায় অবাক হয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
১৬ ফুট উঁচু এই মূর্তিটি বিশ্বের সপ্তম আশ্চর্য্যের মধ্যে অন্যতম। রিও ডি জেনিরো ব্রাজিলের একটি সমুদ্রতীরবর্তী শহর যা কোপাকাবানা এবং ইপানেমা সৈকতের তীরে অবস্থিত। এই শহরটি মাউন্ট কর্কোভাডোর উপরে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির জন্য বিশ্ববিখ্যাত। দিনে দিনে এটি বিশ্বের অন্যতম পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন মানুষ মূর্তিটি পরিদর্শন করে।
advertisement
বেশ কিছুদিন ধরে ব্রাজিলের ওই স্থানে ঝড় বৃষ্টি হওয়ার পরগত ১০ই ফেব্রুয়ারি মূর্তির মাথায় বজ্রপাত আঘাত করে এবং ভাস্কর্যটিকে একটি ধার্মিক রূপ দেয়। দূর থেকে দেখলে মনে হয় হয়ত স্বয়ং ইশ্বরই আলোর রূপ নিয়ে স্বর্গ থেকে সোজাসুজি যীশুর মূর্তির ওপর এসে নেমেছে। চারিদিকে ঘন অন্ধকার আর তারই মধ্যে শ্বাসরুদ্ধকর এই আলোর ঝলকানি মুহূর্তের জন্য এক অলৌকিক ঘটনা বলে মনে হয়। হারহিম করে দেওয়ার এই দৃশ্য অভিনেতা উইল স্মিথকেও অবাক করেছে।
advertisement
advertisement
তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, "অপূর্ব ! এ কি বজ্রপাত হে ক্রিস্টো!! (রিওতে খ্রিস্ট দ্য রিডিমার মূর্তি) ঠিক আছে… আমি বুঝতে পেরেছি… ঘটনাটি আমাকে স্তব্ধ করে দিয়েছে ! পোস্টটি এখানে দেখুন -
advertisement
বজ্রপাতের ফটোগুলি সত্যি ধার্মিক দৃশ্যের চেয়ে কম কিছু নয়। অনেকেই এই ঘটনাটিকে ঈশ্বরের কোন 'অলৌকিক শক্তি' বলে গণ্য করেছেন। এই বজ্রপাতের জেরে মূর্তির কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা সঠিক জানা যায়নি । কিন্তু এর আগে ২০১৪ সালে বজ্রপাতের ফলে এই মূর্তির একটি আঙুল ভেঙে গিয়েছিল। অনেকের মতে বজ্রপাতের সময় এমন ঘটনা খুবই স্বাভাবিক ,কিন্তু যিনি এই পরম সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাতে বন্দী করেছেন তার কৃতিত্বেই এই দৃশ্যটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ।
advertisement
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকে এখনও অবধি ২১.৫ মিলিয়নেরও বেশি ভিউ এবং দুই লক্ষেরও বেশি লাইক পেয়েছে। শুধু তাই নয় এই পোস্টটি ২৩০০০ বার রিটুইট করা হয়েছে। মূর্তির মাথায় বজ্রপাতের অত্যাশ্চর্য ছবিগুলি তুলেছেন ফার্নান্দো ব্রাগা ক্লিক নামে একজন ব্যক্তি।
ভাইরাল হওয়া বজ্রপাতের এই দৃশ্যটি এতই রোমাঞ্চকর যে নেটিজেনরা কমেন্ট বক্সে নিজেদের অনুভূতি এবং প্রতিক্রিয়া জানিয়েছেন।
advertisement
একজন লিখেছেন "সর্বোচ্চ পয়েন্ট হওয়ায় দরুন এটি একটি পুনরাবৃত্ত ঘটনা। তবে সঠিক সময়ে ফটোগ্রাফি করতে পারাটা ভাগ্যের ব্যাপার।" অন্য একজন লিখেছেন, "কী অপূর্ব শট! শেয়ার করার জন্য ধন্যবাদ।"
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 10:47 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির ওপর বজ্রপাতের দৃশ্য বাকরুদ্ধ করে দিয়েছে সমগ্র বিশ্বকে

