আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা লিয়েন এক বিরল গঠনের শিকার৷ চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় এই গঠনের নাম ‘ইউটেরাস ডাইডেলফিস’৷ টিকটকে তিনি জানিয়েছেন এই গঠনের ফলে তাঁর শরীরে রয়েছে দু’টি যোনি, দু’টি ইউটেরাস এবং দু’টি কার্ভিক্স৷ তাঁর অভিজ্ঞতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷
তিনি বলেছেন, ‘‘বাড়তি শারীরিক অঙ্গ নিয়েই আমার জন্ম৷ আজন্ম আমার শরীরে দু’টি ভ্যাজাইনা, দু’টি ইউটেরাস এবং দু’টি কার্ভিক্সেস৷’’ তাঁর উদ্দেশ করা একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি৷ বলেছেন, তাঁর দু’টি যোনিতে প্রতি মাসে দু’বার করে ঋতুস্রাব হয়৷ অত্যন্ত কষ্টকর, তাতে সন্দেহ নেই৷ কিন্তু সাধারণত দু’টি যোনিতে প্রতি মাসে একই সময়ে ঋতুস্রাব হয় বলে কিছুটা হলেও কষ্ট লাঘব হয়৷ কিন্তু কোনও মাসে যদি তা না হয়, তাহলে কষ্ট যে কয়েক গুণ বেড়ে যায়, জানিয়েছেন সে কথাও৷
আরও পড়ুন : হৃদরোগ ও মধুমেহ নিয়ন্ত্রণে মহৌষধ! নারকোলেরও ভিনিগার হয়, জানেন কি?
ঋতুস্রাবের সঙ্গেই এসেছে প্রেগন্যান্সির কথাও৷ জানিয়েছেন তাঁর শরীরের যা অবস্থা, তাতে তাঁর ক্ষেত্রে প্রেগন্যান্সি অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ এবং সন্তানের জন্মও অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই৷ তিনি ব্যাখ্যা করেছেন, একই সময়ে তিনি দুই ব্যক্তির সাহায্যে অন্তঃসত্ত্বা হতে পারেন৷ তবে তাঁকে মিলিত হতে হবে একই সপ্তাহের মধ্যে৷ তবে সেই পরিস্থিতিতে পা রাখতে মোটেও আগ্রহী নন৷ স্পষ্ট জানিয়েছেন লিয়েন৷ অনেক কৌতূহলীর কৌতূহল নিরসন করতে তিনি ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দিয়েছেন তাঁর দু’টি যোনি কীভাবে অবস্থান করছে৷
আরও পড়ুন : প্রিম্যাচিওর ডেলিভারি থেকে ক্যানসার! অন্তঃসত্ত্বার স্মার্টফোন ব্যবহার মারাত্মক
আরও পড়ুন : মোট ১৬ টি মুখ লুকিয়ে এই ছবিতে! ১৫০ বছরের পুরনো ধাঁধাঁর সমাধান করতে পারেন?
প্রতি ৩ হাজার নারীর মধ্যে মাত্র ১ জনের ক্ষেত্রে দেখা যায় এই বিরল ‘ইউটেরাস ডাইডেলফিস’ গঠন৷ এর সম্বন্ধে সচেতনতা প্রসারেই ভিডিও করেছেন বলে জানান লিয়েন৷ তাঁর প্রয়াসকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ এক জন লিখেছেন তাঁর কাছ থেকে অনেক নতুন তথ্য জানা গিয়েছে৷ তাঁকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ অনেকেই স্বীকার করেছেন এরকম সমস্যার কথা তাঁরা এই প্রথম শুনলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uterus Didelphys