Uterus Didelphys : দু’টি যোনিতে মাসে দু’বার ঋতুস্রাব, একসঙ্গে অন্তঃসত্ত্বা হতে পারেন দু’জনের দ্বারা! তরুণীর বিরল গঠন ভাইরাল

Last Updated:

Uterus Didelphys : তাঁর শরীরে রয়েছে দু’টি যোনি, দু’টি ইউটেরাস এবং দু’টি কার্ভিক্স৷ তাঁর অভিজ্ঞতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷

Leanne
Leanne
আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা লিয়েন এক বিরল গঠনের  শিকার৷ চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় এই গঠনের নাম ‘ইউটেরাস ডাইডেলফিস’৷ টিকটকে তিনি জানিয়েছেন এই গঠনের ফলে তাঁর শরীরে রয়েছে দু’টি যোনি, দু’টি ইউটেরাস এবং দু’টি কার্ভিক্স৷ তাঁর অভিজ্ঞতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷
তিনি বলেছেন, ‘‘বাড়তি শারীরিক অঙ্গ নিয়েই আমার জন্ম৷ আজন্ম আমার শরীরে দু’টি ভ্যাজাইনা, দু’টি ইউটেরাস এবং দু’টি কার্ভিক্সেস৷’’ তাঁর উদ্দেশ করা একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি৷ বলেছেন, তাঁর দু’টি যোনিতে প্রতি মাসে দু’বার করে ঋতুস্রাব হয়৷ অত্যন্ত কষ্টকর, তাতে সন্দেহ নেই৷ কিন্তু সাধারণত দু’টি যোনিতে প্রতি মাসে একই সময়ে ঋতুস্রাব হয় বলে কিছুটা হলেও কষ্ট লাঘব হয়৷ কিন্তু কোনও মাসে যদি তা না হয়, তাহলে কষ্ট যে কয়েক গুণ বেড়ে যায়, জানিয়েছেন সে কথাও৷
advertisement
আরও পড়ুন : হৃদরোগ ও মধুমেহ নিয়ন্ত্রণে মহৌষধ! নারকোলেরও ভিনিগার হয়, জানেন কি?
ঋতুস্রাবের সঙ্গেই এসেছে প্রেগন্যান্সির কথাও৷ জানিয়েছেন তাঁর শরীরের যা অবস্থা, তাতে তাঁর ক্ষেত্রে প্রেগন্যান্সি অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ এবং সন্তানের জন্মও অস্ত্রোপচার করা ছাড়া উপায় নেই৷ তিনি ব্যাখ্যা করেছেন, একই সময়ে তিনি দুই ব্যক্তির সাহায্যে অন্তঃসত্ত্বা হতে পারেন৷ তবে তাঁকে মিলিত হতে হবে একই সপ্তাহের মধ্যে৷ তবে সেই পরিস্থিতিতে পা রাখতে মোটেও আগ্রহী নন৷ স্পষ্ট জানিয়েছেন লিয়েন৷ অনেক কৌতূহলীর কৌতূহল নিরসন করতে তিনি ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দিয়েছেন তাঁর দু’টি যোনি কীভাবে অবস্থান করছে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  মোট ১৬ টি মুখ লুকিয়ে এই ছবিতে! ১৫০ বছরের পুরনো ধাঁধাঁর সমাধান করতে পারেন?
প্রতি ৩ হাজার নারীর মধ্যে মাত্র ১ জনের ক্ষেত্রে দেখা যায় এই বিরল ‘ইউটেরাস ডাইডেলফিস’ গঠন৷ এর সম্বন্ধে সচেতনতা প্রসারেই ভিডিও করেছেন বলে জানান লিয়েন৷ তাঁর প্রয়াসকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ এক জন লিখেছেন তাঁর কাছ থেকে অনেক নতুন তথ্য জানা গিয়েছে৷ তাঁকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ অনেকেই স্বীকার করেছেন এরকম সমস্যার কথা তাঁরা এই প্রথম শুনলেন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Uterus Didelphys : দু’টি যোনিতে মাসে দু’বার ঋতুস্রাব, একসঙ্গে অন্তঃসত্ত্বা হতে পারেন দু’জনের দ্বারা! তরুণীর বিরল গঠন ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement