Mango: আমের নাম কী করে হল 'ল্যাংড়া'? রয়েছে এক মজার ইতিহাস, অনেক মানুষ জানেন না

Last Updated:

Mango- আপনি কি জানেন, এই আমের নাম "ল্যাংড়া" কেন রাখা হয়েছে? এর পিছনে রয়েছে একটি রোমাঞ্চকর ইতিহাস।

News18
News18
কলকাতা:  উত্তরপ্রদেশের সহারানপুর জেলাকে “ম্যাঙ্গো বেল্ট” নামে ডাকা হয়। এখানে আমের বহু প্রজাতি জন্মায়, কিন্তু এর মধ্যেও একটি বিশেষ প্রজাতি রয়েছে, যা সহারানপুরের পরিচয়ের সঙ্গে জড়িত। এই বিশেষ আমের নাম “ল্যাংড়া”। কিন্তু আপনি কি জানেন, এই আমের নাম “ল্যাংড়া” কেন রাখা হয়েছে? এর পিছনে রয়েছে একটি রোমাঞ্চকর ইতিহাস।
এই “ল্যাংড়া আম”-কে “বনারসি লংড়া” নামেও ডাকা হয়। প্রায় ২৫০–৩০০ বছর আগে বেনারস (বর্তমান বারাণসী)-এর এক পুরোহিত এই আমের চাষ শুরু করেন।
এই আমের বৈশিষ্ট্য ঘ্রাণ ও স্বাদ অত্যন্ত অনন্য। পাকার পরেও এই আমের সবুজ রং-ই বজায় থাকে। সহারানপুরে এই আমের ব্যাপক উৎপাদন হয় এবং এখান থেকে এটি দেশ-বিদেশে রপ্তানি হয়। নামের পেছনের গল্প: সহারানপুরের একজন কৃষক আচার্য রাজেন্দ্র আটল জানিয়েছেন, তাঁর খামারেও “বনারসি লংড়া” নামে এই আমের একটি প্রজাতি রয়েছে। লোককথা অনুযায়ী, বেনারসের এক প্রাচীন শিবমন্দিরে একজন পুরোহিত থাকতেন, যিনি বিশেষভাবে সক্ষম ছিলেন। লোকজন তাঁকে “ল্যাংড়া পুরোহিত” বলে ডাকত।
advertisement
advertisement
এই পুরোহিতই প্রথম এই আম গাছটি রোপণ করেন। তাঁর নামের সূত্র ধরেই এই আমের নাম হয়ে যায় “ল্যাংড়া”। পুরোহিত তাঁর আশ্রমে একটি আমগাছ রোপণ করেছিলেন। চারপাশের শিশুরা যখন সেই গাছের আম পাড়তে গিয়ে পাথর ছুঁড়ে মারত,
advertisement
তখন সেই পুরোহিত হাতে লাঠি নিয়ে তাদের তাড়াতে ছুটে যেতেন। এলাকার লোকজন তখন ওই গাছের আমকে “ল্যাংড়ার আম” বলে ডাকতে শুরু করে। এই খবর পৌঁছায় সেই সময়ের রাজার কানে।রাজা নিজে সেই আম আনিয়ে পরীক্ষা করেন এবং খান। রাজা সেই আমের স্বাদে এতটাই মুগ্ধ হন যে তিনি পুরোহিতের নাম অনুসারে তার নাম দেন “ল্যাংড়া আম”।
advertisement
এরপর রাজা নির্দেশ দেন, সেই গাছ থেকে আরও অনেক নতুন গাছ তৈরি করা হোক, যাতে এই অনন্য স্বাদের আম ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এভাবেই “ল্যাংড়া আম” আজ ভারতের অন্যতম বিখ্যাত আম হিসেবে পরিচিতি পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mango: আমের নাম কী করে হল 'ল্যাংড়া'? রয়েছে এক মজার ইতিহাস, অনেক মানুষ জানেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement