বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল ‘বুর্জ খালিফা’, ভারতের কোনটা জানেন? রইল দেশের ১০টি দীর্ঘতম বিল্ডিংয়ের তালিকা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
India’s tallest building: ভারতের দীর্ঘতম বা সবথেকে লম্বা বিল্ডিং কোনগুলি। বেস্ট ডিপ্লোম্যাটসের ডেটা অনুযায়ী সেই তালিকাই একবার দেখে নেওয়া যাক।
কলকাতা: ভারতের শহরগুলি এখন প্রায় কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা আকাশছোঁয়া বিল্ডিং বা স্কাইস্ক্র্যাপারগুলি যেন আজকের দিনের বিলাসবহুল জীবনযাত্রার পরিচায়ক হয়ে উঠেছে। আর এই স্কাইস্ক্র্যাপারগুলি বদলে দিচ্ছে নগরের দৃশ্যপট। মুম্বই থেকে কলকাতা প্রায় প্রত্যেকটা স্মার্ট সিটিতে এই গগনচুম্বী বিল্ডিংগুলিই প্রমাণ করে যে, দেশ দ্রুত এগোচ্ছে। সেই সঙ্গে শক্তিশালী হচ্ছে প্রযুক্তিও। কিন্তু ভারতের দীর্ঘতম বা সবথেকে লম্বা বিল্ডিং কোনগুলি। বেস্ট ডিপ্লোম্যাটসের ডেটা অনুযায়ী সেই তালিকাই একবার দেখে নেওয়া যাক।
Palais Royale:
advertisement
এর উচ্চতা ৩২০ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৮৮-তলা। মুম্বইয়ের ওরলি-তে অবস্থিত এই বিল্ডিংয়ের নির্মাণকার্য চলছে। তবে এটিই হতে চলেছে ভারতের দীর্ঘতম বিল্ডিং। এর অনন্য ফিচারগুলির মধ্যে অন্যতম হল, এর বিস্তৃতি বা স্পেশাস ডিজাইন। ফ্লোরগুলি তৈরি হয়েছে ৮৭০০ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে।
advertisement

Lokhandwala Minerva:
এর উচ্চতা ৩০১ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৭৮-তলা। মুম্বইয়ের মহালক্ষ্মীতে অবস্থিত এই বিল্ডিংটি শেষ হয়েছিল ২০২৩ সালে। এটি দ্বিতীয় দীর্ঘতম রেসিডেন্সিয়াল টাওয়ার। এখান থেকে উপভোগ করা যাবে আরব সাগরের দুর্দান্ত দৃশ্য।
Piramal Aranya Arav:
advertisement
এর উচ্চতা ২৮২.২ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৮৩-তলা। মুম্বইয়ের বাইকুল্লায় অবস্থিত এই বিল্ডিং বাণিজ্যনগরীর সবথেকে বিলাসবহুল রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটির কাজ শেষ হয়েছে ২০২২ সালে। রয়েছে ইনফিনিটি পুল, লাইব্রেরি, স্পা এবং ফিটনেস সেন্টার।
Lodha World One:
এর উচ্চতা ২৮০.২ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৭৬-তলা। মুম্বইয়ের অভিজাত লোয়ার পারেল এলাকায় অবস্থিত এই গগনচুম্বী বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে ২০২০ সালে। এখানে রয়েছে নানা ধরনের বিলাসব্যসনের সুবিধা।
advertisement
Lodha World View:
এর উচ্চতা ২৭৭.৬ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৭৩-তলা। মুম্বইয়ের লোয়ার পারেল এলাকায় লোধা গ্রুপ ২০২০ সালে এটি তৈরি করেছে। অলিম্পিক-সাইজড পুল, এক্সক্লুসিভ স্পা, ফিটনেস সেন্টার এবং স্পোর্টস কোর্টস-সহ রয়েছে বিলাসব্যসনের একাধিক সুবিধা।
advertisement
Lodha Trump Tower:
এর উচ্চতা ২৬৮ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৭৬-তলা। মুম্বইয়ের ওরলি এলাকায় অবস্থিত এই বিল্ডিংয়ে রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। মিলবে বিশ্বমানের সুযোগ-সুবিধাও। সেই সঙ্গে রয়েছে ট্রাম্প ব্র্যান্ডের অ্যাফিলিয়েশনের সম্মানও।
Omkar 1973 Tower A:
এর উচ্চতা ২৬৭ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৭৩-তলা। বাণিজ্যনগরীর ওরলি এলাকায় অবস্থিত এই বিল্ডিংটি শেষ হয়েছিল ২০২১ সালে। রয়েছে বিলাসবহুল লিভিং এরিয়া, প্যানোরেমিক ভিউ এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা।
advertisement
Omkar 1973 Tower B:
এর উচ্চতা ২৬৭ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৭৩-তলা। একই উচ্চতার কারণে এটিকে Omkar 1973 Tower A-র ট্যুইন বলে মনে করা হয়। এটির কাজও শেষ হয়েছিল ২০২১ সালে।
Nathani Heights:
এর উচ্চতা ২৬২ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৭২-তলা। মুম্বই সেন্ট্রালে অবস্থিত এই বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছিল ২০২০ সালে। রয়েছে একাধিক বিলাসবহুল সুযোগ-সুবিধা।
advertisement
Three Sixty West Tower B:
এর উচ্চতা ২৬০ মিটার। আর এই বিল্ডিংয়ে রয়েছে ৬৬-তলা। মুম্বইয়ের ওরলি এলাকায় অবস্থিত এই বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছিল ২০২১ সালে। আধুনিক সৌন্দর্য, দারুণ ভিউ এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা – এগুলিই এই বিল্ডিংয়ের অনন্য ফিচার।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 1:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল ‘বুর্জ খালিফা’, ভারতের কোনটা জানেন? রইল দেশের ১০টি দীর্ঘতম বিল্ডিংয়ের তালিকা