আপনার কি সিংহ রাশি ? জেনে নিন কেমন হবে আপনার কর্মক্ষেত্র
Last Updated:
সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কেমন হবে জেনে নিন-
#কলকাতা: জ্যোতিষ শাস্ত্রানুসারে প্রত্যেক রাশির জাতক-জাতিকারাই নিজ নিজ ভাগ্য নিয়ে জন্মান ৷প্রত্যেকের ভাগ্য তাঁদের গ্রহ ও রাশির উপর নির্ভর করে ৷ জানেন কি আপনি যদি সিংহ রাশির জাতক-জাতিকা হন তাহলে কঠোর পরিশ্রম করতে পারবেন আপনি ৷ শুধু তাই নয়, আত্মবিশ্বাসীও হয়ে উঠবেন আপনি ৷
সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কেমন হবে জেনে নিন-
এই রাশির জাতক-জাতিকারা তেজস্বী, স্বাধীনচেতা, পরাক্রমশালী, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রমী হয়। রবি এই রাশিতে সর্বদাই প্রসন্ন থাকে কারণ স্বয়ং রবিই এই রাশির অধিপতি। এদের নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে কর্ম জীবনে উন্নতি হয়। কারণ এরা কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারে। আর এটাই হল কর্মস্থানে শত্রু বৃদ্ধির একমাত্র কারণ। প্রতিহিংসা থেকে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে প্রতিনিয়ত।
advertisement
advertisement
এদের উচিত গ্রহাধিপতিকে সন্তুষ্ট রাখতে তার জপ-তপ-প্রণাম করা। তাহলে শত শত গোপন শত্রুরা বশ্যতা স্বীকার করবে।
Location :
First Published :
August 07, 2018 11:20 AM IST