হৃদয় রেখার উপর নজর রাখুন, এই উপরেই নির্ভর করছে আপনার প্রেম

Last Updated:

এখন জেনে নেওয়া যাক, কোথায় হৃদয় রেখা থাকলে কেমন হবে আপনার সম্পর্ক-

#কলকাতা: এই রেখাটি সাধারণতঃ তর্জনীর নীচে বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু করে কনিষ্ঠার মূল দেশ পর্যন্ত এগিয়ে যায়।হৃদয়রেখা গভীর সুস্পষ্ট এবং উজ্জ্বল হওয়া উচিত। অনেক ক্ষেত্রে হৃদয়রেখা রবির স্থানে এসে থেমে যায়। এই রেখা পাঁচটি জায়গা থেকে বের হতে পারে—
১।বৃহস্পতির ক্ষেত্রের উপর থেকে।
২। এই ক্ষেত্রের মাঝামাঝি থেকে।
advertisement
৩। তর্জনীর এবং মধ্যমার মাঝামাঝি থেকে।
৪।শনির ক্ষেত্রের উপরিভাগ থেকে।
৫। শনির ক্ষেত্রের নিচ থেকে।
এখন জেনে নেওয়া যাক, কোথায় হৃদয় রেখা থাকলে কেমন হবে আপনার সম্পর্ক-
advertisement
• তর্জনীর একেবারে মূল দেশ থেকে হৃদয়রেখা উত্থিত হলে, তা গভীর প্রেমের সুচনা করে। এমন রেখা বিশিষ্ট স্ত্রী-পুরুষ গভীর প্রেমরোগে সংলগ্ন থাকে। এরা নিজেদের দোষ ত্রুটি দেখতে পায় না।
• শনির ক্ষেত্র পর্যন্ত যদি এটি বিস্তৃত হয়, তাহলে সেই পুরুষ প্রেমের ব্যাপারে স্বার্থপর ও প্রেমের জন্য সে যথা সর্বস্ব ত্যাগ পর্যন্ত করতে পারে। এরা দাতা, পরদুঃখকাতরতা, সমাজ-সংস্কারক এবং নানা প্রতিভাকে কাজে লাগাতে পারে।
advertisement
• শনির ক্ষেত্রের নীচ দিক থেকে উত্থিত হলে এরা নিজেদের নিয়ে তৃপ্ত থাকে। আত্মকেন্দ্রিকতা ও স্বজন-পোষণ নীতি গ্রহণ করে থাকে। তবে এরা নিজের ভালো সবার আগে চায়।
• কোনও কোনও স্ত্রী-পুরুষের হৃদয়রেখায় অনেক ছোট ছোট নীচের দিক থেকে আসতে দেখা যায়। এমন রেখার অধিকারী পুরুষ অল্প সময়ের মধ্যেই প্রেম পাশে বাঁধা পড়ে। কিন্তু এদের প্রেম স্থায়ী হয় না।
advertisement
• যদি কোনও জাতকের হৃদয়রেখা শিরোরেখার দিকে ঝুঁকে থাকে, তবে সেই জাতক অত্যন্ত চতুর, কর্মঠ ও বাস্তববাদী হয়।
এমন জাতকের মনোভাব জানতে পারা কিংবা তাঁর হৃদয়কে আকর্ষণ করা খুব কঠিন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হৃদয় রেখার উপর নজর রাখুন, এই উপরেই নির্ভর করছে আপনার প্রেম
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement