যজ্ঞে ছেঁড়া বেলপাতা কখনও নয়, জানুন এতে কী হয়

Last Updated:

কথিত আছে, মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে নাকি একটি বেল গাছের জন্ম হয়েছিল ৷

#কলকাতা: হিন্দুধর্মে বেলগাছের গুরুত্ব অপরিসীম ৷ যে কোনও শুভ কাজে বেলপাতা চাই-ই-চাই ৷ যজ্ঞে দরকার হয় ১০৮ বেলপাতা ৷ কিন্তু কেন বেলপাতার এত সুনাম ? কথিত আছে, মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে নাকি একটি বেল গাছের জন্ম হয়েছিল ৷ তারপর থেকেই বেলপাতার মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ে ৷ বলা হয়, বেলগাছ নাকি ত্রিগুণের অধিকারী ৷ যথাঃ স্বতঃ, রজ, তম ৷
‘নীল পুজো’ বা নীলষষ্ঠী হল বাংলার হিন্দুসমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব-দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত।
advertisement
বৈদিক শাস্ত্রতে বেলপাতাকে অনেক রূপে বর্ণনা করা হয়েছে ৷ যেমন--
advertisement
১৷ বেলপাতার তিনটি পাতা আসলে পূজা, স্তোত্র ও জ্ঞান ৷
২৷ বেলডাল হল সৃষ্টি, স্থিতি, লয় ৷
৩৷ বেলগাছের তিনটি পাতা একসঙ্গে থাকলে তখন তাকে পরিপূর্ণ বেলপাতা বলা হয় ৷ এই তিনটি পাতা হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ৷
৪৷ বেলপাতার সামনের অংশকে বলা হয় অমুর্যাম ৷
৫৷ বেলফলকে শ্রীফল বলা হয় ৷
advertisement
৬৷ আর যদি কোনও যজ্ঞে ছেঁড়া বিল্ব পত্র অর্পণ করা হয়, তা পাপ কার্য বলে বিবেচিত হয় ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
যজ্ঞে ছেঁড়া বেলপাতা কখনও নয়, জানুন এতে কী হয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement