যজ্ঞে ছেঁড়া বেলপাতা কখনও নয়, জানুন এতে কী হয়

Last Updated:

কথিত আছে, মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে নাকি একটি বেল গাছের জন্ম হয়েছিল ৷

#কলকাতা: হিন্দুধর্মে বেলগাছের গুরুত্ব অপরিসীম ৷ যে কোনও শুভ কাজে বেলপাতা চাই-ই-চাই ৷ যজ্ঞে দরকার হয় ১০৮ বেলপাতা ৷ কিন্তু কেন বেলপাতার এত সুনাম ? কথিত আছে, মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে নাকি একটি বেল গাছের জন্ম হয়েছিল ৷ তারপর থেকেই বেলপাতার মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ে ৷ বলা হয়, বেলগাছ নাকি ত্রিগুণের অধিকারী ৷ যথাঃ স্বতঃ, রজ, তম ৷
‘নীল পুজো’ বা নীলষষ্ঠী হল বাংলার হিন্দুসমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব-দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত।
advertisement
বৈদিক শাস্ত্রতে বেলপাতাকে অনেক রূপে বর্ণনা করা হয়েছে ৷ যেমন--
advertisement
১৷ বেলপাতার তিনটি পাতা আসলে পূজা, স্তোত্র ও জ্ঞান ৷
২৷ বেলডাল হল সৃষ্টি, স্থিতি, লয় ৷
৩৷ বেলগাছের তিনটি পাতা একসঙ্গে থাকলে তখন তাকে পরিপূর্ণ বেলপাতা বলা হয় ৷ এই তিনটি পাতা হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ৷
৪৷ বেলপাতার সামনের অংশকে বলা হয় অমুর্যাম ৷
৫৷ বেলফলকে শ্রীফল বলা হয় ৷
advertisement
৬৷ আর যদি কোনও যজ্ঞে ছেঁড়া বিল্ব পত্র অর্পণ করা হয়, তা পাপ কার্য বলে বিবেচিত হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
যজ্ঞে ছেঁড়া বেলপাতা কখনও নয়, জানুন এতে কী হয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement