আগামিকাল লক্ষ্মী পুজো, জেনে নিন কখন শুরু হচ্ছে কোজাগরী পূর্ণিমা, কখনই বা শেষ

Last Updated:
#কলকাতা: মা চলে গিয়েছেন শ্বশুরবাড়ি ৷ ফেলে যাওয়া মণ্ডপ, চাতাল, রাতভর আড্ডা, সাজগোজ, জমিয়ে খাওয়া, অষ্টমীর অঞ্জলি, ১০৮ পদ্ম, ঠাকুরদালানের ফাঁকা বেদি সব যেন খাঁ খাঁ করছে ৷ মনটা ভারাক্রান্ত ৷ তবু তার মধ্যেই আবার জ্বলে উঠবে একটা প্রদীপ ৷ মায়ের লক্ষ্মীমন্ত কন্যার পুজো বলে কথা ৷
আগামিকাল, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো ৷ শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা হয়ে থাকে। বেশিরভাগ সনাতন হিন্দু ঘরে এই পুজো হয় ৷ বিশেষ করে যে বেদিতে দুর্গাপুজো হয়, সেই বেদিতে লক্ষ্মীর আরাধনা করতেই হয় ৷ জেনে নিন, আগামীকাল লক্ষ্মীপুজো কখন শুরু হচ্ছে, কখনই বা পূর্ণিমার সমাপ্তিতে শেষ হচ্ছে এই পুজো ৷
advertisement
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
advertisement
কোজাগরী পূর্ণিমা আরম্ভ:
বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, শনিবার। ইং তারিখ: ১২/১০/২০১৯। সময়: রাত্রি ১২টা ৩৭ মিনিট থেকে।
কোজাগরী পূর্ণিমা শেষ:
বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ২টো ৩৮ মিনিট পর্যন্ত।
কোজাগরী পূর্ণিমার উপবাস:
বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ২টো ৩৮ মিনিট পর্যন্ত ৷
advertisement
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
কোজাগরী পূর্ণিমা আরম্ভ:
বাংলা তারিখ: ২৪ আশ্বিন ১৪২৬, শনিবার। ইং তারিখ: ১২/১০/২০১৯। সময়: রাত্রি ১২টা ৩ মিনিট থেকে।
কোজাগরী পূর্ণিমা শেষ:
বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত।
কোজাগরী পূর্ণিমার উপবাস:
বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আগামিকাল লক্ষ্মী পুজো, জেনে নিন কখন শুরু হচ্ছে কোজাগরী পূর্ণিমা, কখনই বা শেষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement