পুজোর আগে এইভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না

Last Updated:

শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের আজ সোমবার ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷

#কলকাতা: শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের আজ সোমবার ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়----
১৷ গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করলে আয়ের পথ খুলে যায়।
advertisement
২৷ গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করলে কোনও দিন অন্নের অভাব হয় না।
৩৷ সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে সময়মতো মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
৪৷ ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে প্রেম সফল হয়।
Shiva1
৫৷ পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করলে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটে।
advertisement
৬৷ পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করলে বিবাহে বিঘ্ন দূর হয়।
৭৷ রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়।
৮৷ ঘি, চিনি, গোলাপী আবির, ২ চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গাজল বা কলের জলে মিশিয়ে অভিষেক করলে সরকারী চাকরি প্রাপ্তি হয়।
advertisement
৯৷ গঙ্গাজল বা কলের জলে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পুজোর আগে এইভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement