পুজোর আগে এইভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না

Last Updated:

শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের আজ সোমবার ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷

#কলকাতা: শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের আজ সোমবার ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়----
১৷ গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করলে আয়ের পথ খুলে যায়।
advertisement
২৷ গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করলে কোনও দিন অন্নের অভাব হয় না।
৩৷ সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে সময়মতো মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
৪৷ ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে প্রেম সফল হয়।
Shiva1
৫৷ পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করলে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটে।
advertisement
৬৷ পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করলে বিবাহে বিঘ্ন দূর হয়।
৭৷ রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়।
৮৷ ঘি, চিনি, গোলাপী আবির, ২ চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গাজল বা কলের জলে মিশিয়ে অভিষেক করলে সরকারী চাকরি প্রাপ্তি হয়।
advertisement
৯৷ গঙ্গাজল বা কলের জলে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পুজোর আগে এইভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement