Viral: Kisbo the balloon seller: দরিদ্র বেলুনওয়ালি থেকে রাতারাতি তারকা! মেলায় গিয়ে জীবন বদলে গেল কিশোরী কিসবোর

Last Updated:

Viral: Kisbo the balloon seller: প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবারের কিসবোর আজন্মসঙ্গী দারিদ্র৷ পরিস্থিতি আরও সঙ্গীন হয় অল্পবয়সে তাঁর পিতৃবিয়োগের পর৷

কুন্নুর : জনপ্রিয়তার বালিঘড়িতে অজ্ঞাত, অখ্যাতদের ওঠাপড়ার নিয়ন্ত্রণ অনেক দিনই সোশ্যাল মিডিয়ার হাতে৷ রাণু মণ্ডল, দিল্লির বাবা কা ধাবা-র কান্তাপ্রসাদ, কেরলের দিনমজুর মাম্মিকা, ছত্তীসগঢ়ের ‘বচপন কা প্যার’ খ্যাত কিশোর সহদেব ডিরডো থেকে শুরু করে বীরভূমের অখ্যাত গ্রামে ভুবন বাদ্যকর-এঁরা সকলেই অখ্যাত থেকে বিখ্যাত হয়েছেন সামাজিক মাধ্যমের কল্যাণে৷ তাঁদের পাশে বসতে চলেছে আরও একটি নাম৷ সে নাম হল কিসবো মোল (Kisbo Mol)৷
কেরলের কিসবো বেলুন বিক্রি করে অন্নসংস্থান করেন৷ তাঁর ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন এক আলোকচিত্রী৷ তার পর থেকেই ইন্টারনেটের সেনসেশন এই দরিদ্র কিশোরী৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে মাহেশের রথের মেলায় বনফুলের মালা বিক্রি করতে যাওয়ার ঘটনা আমূল পাল্টে দিয়েছিল দরিদ্র বালিকা রাধারাণীর জীবন৷ সেরকমই কিসবোর জীবনের পটপরিবর্তন হল মেলায় বেলুন বিক্রি করতে গিয়ে৷
advertisement
advertisement
খবরে প্রকাশ, প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র পরিবারের কিসবোর আজন্মসঙ্গী দারিদ্র৷ পরিস্থিতি আরও সঙ্গীন হয় অল্পবয়সে তাঁর পিতৃবিয়োগের পর৷ এর পর থেকে তাঁর এবং মায়ের মুখে খাবার তুলে দিতে রঙিন বেলুনই হয়ে ওঠে কিসবোর বর্ণহীন জীবনের ভরসা৷
advertisement
আরও পড়ুন : ‘অতীত বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ না করে মনোনিবেশ করো বর্তমানেই’, মাধ্যমিক পরীক্ষার্থীদের বললেন মনোবিদ শ্রীময়ী তরফদার
কিন্তু প্রত্যেক ঘন কালো মেঘের আড়ালেই লুকিয়ে থাকে রূপোলি বিদ্যুৎরেখা, তেমনই কিসবোর জীবনেও অন্ধকারেই চাপা পড়ে ছিল আলোর রেখা৷ তাঁর ভাগ্যের চাকা ঘুরল কুন্নুরের এক মেলায়৷ আলোকচিত্রীর চোখে পড়ে যান তিনি৷ কিসবো এবং তাঁর মায়ের অনুমতি নিয়েই ছবি তোলা হয়৷ সেই ছবি ইন্টারনেটে শেয়ার হতেই রাতারাতি তারকা হয়ে যান কিশোরী৷
advertisement
আরও পড়ুন : এপ্রিল ফুল-এর আগেই উরিবাবায় হাজির তিন আহাম্মক, তাঁদের সঙ্গে আবার পা দিন একুশে
সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কিসবো-র মেক ওভারের দায়িত্ব নেওয়া হয় কুন্নুরের এক বিউটি সালোঁ-র তরফে৷ নতুন রূপে নতুন সাজে আবার কিসবোর ছবি তোলা হয়৷ ফের ভাইরাল কিশোরী বেলুনওয়ালি৷
দারিদ্র্যের জীবন থেকে মুক্তি পান মেয়ে, একান্ত ইচ্ছে কিসবো-র মাও৷ তাঁর ইচ্ছে মেয়ে প্রচুর লেখাপড়া করুক৷ যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে৷ পাল্টে যাওয়া জীবনে যেন মেয়েকে আর বেলুন বেচতে না হয়, স্বপ্ন দেখছেন কিসবোর মা৷ কিসবো নিজেও৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Kisbo the balloon seller: দরিদ্র বেলুনওয়ালি থেকে রাতারাতি তারকা! মেলায় গিয়ে জীবন বদলে গেল কিশোরী কিসবোর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement