Khan Sir Wedding Reception: খান স্যারের রিসেপশনে চাঁদের হাট ! প্রকাশ্যে কনের প্রথম ছবি
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Who is Khan Sir Wife A S Khan: সোমবার ২ জুন পটনায় এক জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেছিলেন জনপ্রিয় শিক্ষক, ইউটিউবার খান স্যার। অনেকদিন আগেই গোপনে বিয়ে সেরেছিলেন, এবারে হল রিসেপশন।
সচ্চিদানন্দ,পটনা: বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল কয়েকদিন আগেই ৷ এবার সোমবার ২ জুন পটনায় এক জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেছিলেন জনপ্রিয় শিক্ষক, ইউটিউবার খান স্যার। অনেকদিন আগেই গোপনে বিয়ে সেরেছিলেন, এবারে হল রিসেপশন। আর সেই রিসেপশনের পার্টিতেই যেন চাঁদের হাট। এবারে প্রথম সর্বসমক্ষে এলেন খান স্যারের নববিবাহিত স্ত্রী। দেখা গেল বহু রাজনৈতিক নেতা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদেরও। এদিন রিসেপশনের পার্টিতে প্রথম দেখা মেলে কনের। তাঁর পরনে ছিল লাল রঙের এমব্রয়ডারি করা লেহেঙ্গা এবং লাল চোলির ঘোমটায় ঢাকা ছিল তাঁর মুখ। ফলে প্রকাশ্যে তাঁর মুখ দেখা যায়নি। আর অন্যদিকে খান স্যারকে দেখা যায় একটি কালো স্যুট, গোলাপি রঙের জামা আর একটা লাল রঙের টাই পরে রিসেপশনের পার্টিতে ৷

advertisement
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন জনপ্রিয় ইউটিউবার তথা শিক্ষক খান স্যার। এমনিতে সরল-সাদামাটা জীবনযাপন করেন এই শিক্ষক। আর নিজের সরল জীবনযাপন আর শিক্ষকতার প্রতি তাঁর নিষ্ঠার কারণে অচিরেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই খান স্যার। ফলে একপ্রকার গোপনেই বিয়েটা সেরেছেন তিনি।
advertisement

একটি ভিডিও-র মাধ্যমে নিজের ছাত্রছাত্রীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। বিহারের পটনার বাসিন্দা খান স্যার। ব্যাখ্যা করে বলেন যে, যদিও বিয়ের দিনক্ষণ আগে থেকেই পাকা করে রাখা হয়েছিল। সেই অনুযায়ী ভারত-পাক উত্তেজনার মাঝেই সেই বিবাহ সম্পন্ন হয়েছে। কাউকেই সেভাবে নিমন্ত্রণ করেননি বিয়েতে। জানান, নিজেদের আনন্দ উদযাপনের তুলনায় বড় হয়ে দাঁড়িয়েছিল জাতীয় উদ্বেগ। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যে, “আমি এই খবরটা প্রথমেই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, কারণ আমি আজ যা কিছু হয়েছি, সেটা তোমাদের জন্যই!”
advertisement
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করা ভিডিও-য় খান স্যার আগেই জানিয়েছিলেন যে, আগামী ৬ জুন ২০২৫ তারিখে নিজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বিয়ের ভোজের আয়োজন করেছেন। তাঁর ভক্তরা এই খবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত। নববধূর ছবি দেখতেও চেয়েছেন তাঁরা। কিন্তু ভক্তদের সেই অনুরোধ বিনয়ের সঙ্গেই প্রত্যাখ্যান করেছেন খান স্যার। জানিয়েছেন যে, নিজের জীবনের এই অংশটাকে ব্যক্তিগতই রাখতে চান তিনি। এমনিতে তো মাটির মানুষ এই খান স্যার। আর ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকতার ক্ষেত্রেও যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ তিনি। ফলে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
view commentsLocation :
Patna,Bihar
First Published :
June 03, 2025 1:26 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Khan Sir Wedding Reception: খান স্যারের রিসেপশনে চাঁদের হাট ! প্রকাশ্যে কনের প্রথম ছবি