পথে এবার নামো সাথী...বিপ্লব নয়, বিয়ের শ্যুটে খন্দে ভরা রাস্তাকেই বাছলেন ধন্যি মেয়ে!

Last Updated:

তবে প্রি-ওয়েডিং শ্যুট যে শুধুই স্বপ্নের মতো রঙিন হবে তা নয়। তেমনই এক নজিরবিহীন ফটোশ্যুট করে নজর কেড়েছেন কেরলের এক নববধূ।

কেরলের নববধূর ভাইরাল ভিডিও
কেরলের নববধূর ভাইরাল ভিডিও
#কেরল: বিয়ের আগে প্রিওয়েডিং শ্যুট করার জন্য আজকাল কত কিছুই করা হয়। নিজের জীবনের বিশেষ দিন উপলক্ষে আগে থেকেই নানা উৎসব-অনুষ্ঠান শুরু হয়ে যায়। তার মধ্যে প্রি-ওয়েডিং ফটোশ্যুট এখন খুবই জনপ্রিয়তাও পেয়েছে। তবে প্রি-ওয়েডিং শ্যুট যে শুধুই স্বপ্নের মতো রঙিন হবে তা নয়। তেমনই এক নজিরবিহীন ফটোশ্যুট করে নজর কেড়েছেন কেরলের এক নববধূ।
ভরা বর্ষার মরসুমে খানা-খন্দে ভরা ভাঙা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন ওই বধূ। পরনে ভারী সিল্কের শাড়ি, গয়না। গর্তে ভরে রয়েছে বৃষ্টির জল। আর সেই গর্ত পেরিয়েই বিয়ের অভিনব শ্যুট করেছেন ওই নববধূ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপাতত ভাইরাল হয়েছে। বৃষ্টির কাদা জল যাতে কোনও ভাবে নতুন শাড়িতে লেগে নষ্ট না হয়, তার জন্য আঁচল সামলে চলেছেন তিনি।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ২২ সেপ্টেম্বর হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন
ভিডিওটি নিমেষের মধ্যে প্রায় ৪.৩ মিলিয়ন ভিউজ পেয়েছে। বহু মানুষ মন্তব্যও করেছেন নববধূর এমন অভিনব শ্যুট ও সাহস নিয়ে। বাস্তবের সমস্যাকে নিজের বিয়ের ভিডিও শ্যুটে এভাবে ব্যবহার করে সমাজকে বড় বার্তা দিতে চেয়েছেন তিনি। নেটিজেনরা নববধূকে কুর্নিশ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে এমন অভিনব ভিডিও।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পথে এবার নামো সাথী...বিপ্লব নয়, বিয়ের শ্যুটে খন্দে ভরা রাস্তাকেই বাছলেন ধন্যি মেয়ে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement