Kaushiki Amavasya 2022|| কৌশিকী অমাবস্যায় জমজমাট কঙ্কালীতলা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম সতীপীঠে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kaushiki Amavasya 2022: তারাপীঠ ছাড়াও কৌশিকী অমাবস্যায় জমজমাট দেখা যায় বোলপুরের কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা হল অন্যতম একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ।
#তারাপীঠ: সাধক বামাক্ষ্যাপা ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। যে কারণে এই কৌশিকী অমাবস্যার গুরুত্ব অনেক বেশি। কৌশিকী অমাবস্যা মানেই তারাপীঠ তা প্রত্যেকের জানা। প্রতিবছর কৌশিকী অমাবস্যায় এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তবে তারাপীঠ ছাড়াও কৌশিকী অমাবস্যায় জমজমাট দেখা যায় বোলপুরের কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা হল অন্যতম একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ।
কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। এখানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত আছে। এখানে তারাপীঠের মতোই প্রতিবছর কৌশিকী অমাবস্যায় বিশেষ হোম যজ্ঞ এবং পূজার আয়োজন করা হয়ে থাকে। তারাপীঠে যেখানে কয়েক লক্ষ পুণ্যার্থীদের সমাগম ঘটে কৌশিকী অমাবস্যায় সেই জায়গায় এখানে পুণ্যার্থীদের সংখ্যা অনেক কম হলেও দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীদের আসতে দেখা যায়। কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে মায়ের আশীর্বাদ লাভের জন্যই দূর দূরান্ত থেকে আসেন পুণ্যার্থীরা।
advertisement
আরও পড়ুনঃ কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তারা মায়ের সন্ধ্যারতি, রাতভর চলল মহাযজ্ঞ
পুণ্যার্থীদের পাশাপাশি এই কঙ্কালী তলায় কৌশিকী অমাবস্যায় সাধুসন্তদের আগমন দেখা যায় এবং তারা পুজোর আয়োজনের পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করেন। প্রতিবছরের মতো এই বছরও তাদের আগমন ঘটেছে। এই সকল সাধু-সন্তদের থেকেই জানা যাচ্ছে, কঙ্কালীতলায় আজকের তুলনায় আগামীকাল অর্থাৎ শনিবার আরও বেশি পুণ্যার্থীদের সমাগম ঘটবে। কারণ আগামীকালও থাকছে অমাবস্যা এবং সূর্যোদয় থেকেই অমাবস্যা পাবেন পুণ্যার্থীরা।
advertisement
advertisement
ব্যান্ডেল থেকে আগত পুণ্যার্থী ত্রিশিতা ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিবছর তারা এখানে কৌশিকী অমাবস্যায় আসেন মায়ের পূজো দিতে। এই বছরও তারা পুজো দিয়েছেন এবং নিজেদের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও দশের মঙ্গল কামনা করেছেন। পুরোহিতদের তরফ থেকে জানানো হয়েছে, এই অমাবস্যায় পুণ্যার্থীরা যেভাবে পুজো অর্চনা করবেন তার মনস্কামনা পূর্ণ হয়।
Madhab Das
Location :
First Published :
August 27, 2022 10:27 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kaushiki Amavasya 2022|| কৌশিকী অমাবস্যায় জমজমাট কঙ্কালীতলা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম সতীপীঠে