Ganesh Chaturthi 2023: গুজরাত থেকে আসছে মাটি, কর্ণাটকে মুসলিম মহিলা মৃৎশিল্পীর হাতে প্রস্তুত হচ্ছেন গণপতি বাপ্পা

Last Updated:

Ganesh Chaturthi 2023: গণেশ মূর্তি তৈরি করে দৃষ্টি আকর্ষণ করছেন মুসলিম নারী। আকর্ষণীয় মূর্তি তৈরি করে সবাইকে হতবাক করে দিয়েছেন তিনি।

হিন্দুদের এই উৎসব উদযাপনে একজন মুসলিম মহিলা শিল্পী নিজের মনপ্রাণ দিয়ে মূর্তি তৈরিতে ব্যস্ত
হিন্দুদের এই উৎসব উদযাপনে একজন মুসলিম মহিলা শিল্পী নিজের মনপ্রাণ দিয়ে মূর্তি তৈরিতে ব্যস্ত
হুবলি:  গণেশ চতুর্থীতে বিঘ্নবিনাশকারী গণেশের অর্চনা করা হয়৷ সারা দেশেই এই গণেশ চতুর্থী উদযাপন করা হয়৷ এ বছর গণেশ চতুর্থী পড়েছে  ১৯ সেপ্টেম্বর৷  ভগবান গণেশ হিন্দুদের চোখে দুষ্টের বিনাশকারী, সুখ দানকারী, বিঘ্ন বিনাশকারী।  হিন্দুদের এই উৎসব উদযাপনে একজন মুসলিম মহিলা শিল্পী নিজের মনপ্রাণ দিয়ে মূর্তি তৈরিতে ব্যস্ত৷  এভাবেই তিনি বিঘ্নবিনাশকের সেবায় নিয়োজিত।
হুবলির গোপানকোপায় গণেশ মূর্তি তৈরির কাজ পুরোদমে চলছে। গণপতি মূর্তি তৈরি করছেন মুসলিম মহিলা শিল্পী৷ হিজাবের আড়ালে থাকা দুটি চোখ, দুটি হাত আর শিল্পী মন দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি৷   গণেশ উৎসবের আর কয়েকদিন বাকি। হুবলিতে গণেশ মূর্তি তৈরির কাজ পুরোদমে চলছে। কর্ণাটকের  গোপানকোপায় তৈরি হচ্ছে বিভিন্ন গণেশ মূর্তি।
advertisement
advertisement
গণেশ মূর্তি তৈরি করে দৃষ্টি আকর্ষণ করছেন মুসলিম নারী। আকর্ষণীয় মূর্তি তৈরি করে সবাইকে হতবাক করে দিয়েছেন তিনি। সুমন হাভেরি হিন্দু দেবতার মূর্তি তৈরি করেন অনায়াস দক্ষতায় ও শৈল্পিক ছোঁওয়ায়। যাঁরা মূর্তি কেনেন তাঁরা সকলেই সুমনের হাতের কাজের প্রশংসা করেন।
advertisement
একজন মুসলিম মহিলা গোপানকোপার অরুণ যাদবের হয়ে কাজ করেন৷ গত ১৫ বছর ধরে গণেশের মূর্তি তৈরি করছেন অরুণ। এখন তাঁর ছেলে অনুপ যাদব এবং তাঁর স্ত্রী নিরুপমা গণেশ মূর্তি তৈরি করছেন।
গুজরাতের বিশেষ মাটিতে প্রতিমা তৈরি
পিওপি নিষিদ্ধ করার পর গুজরাটের পোরবন্দর থেকে মাটি এনে বিশেষ মূর্তি তৈরি করা হয়। হালকা ওজনের, ক্র্যাক প্রুফ কাগজও ব্যবহার করা হয়৷  সুমন হাভেরি ৪ বছর আগে অরুণের তত্ত্বাবধানে কাজ করেন৷
advertisement
অরুণ যাদব নিজেই সুমনকে শিখিয়েছিলেন কীভাবে গণেশ মূর্তি তৈরি করতে হয়। সুমন মূর্তি সাজাতে এবং চূড়ান্ত স্পর্শ দিতে পারদর্শী। বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ এখানে গণেশ মূর্তি তৈরি করে। ১ ফুট থেকে ৮ ফুট পর্যন্ত গণেশ মূর্তি তৈরি করা হয়। মূষিক বাহন -গজদন্ত মোদক  উৎসবের প্রস্তুতি এবারও পুরোদমে চলছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2023: গুজরাত থেকে আসছে মাটি, কর্ণাটকে মুসলিম মহিলা মৃৎশিল্পীর হাতে প্রস্তুত হচ্ছেন গণপতি বাপ্পা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement