Kancha Badam | Bhuban Badyakar : 'শ্রীদুর্গা অপেরা'র অফিসে হইহই কাণ্ড! এ কোন ভুবন? কাঁচা বাদামের পর ফের চমক বাদ্যকরের

Last Updated:

Kancha Badam | Bhuban Badyakar: এই শতাব্দী সামাজিক মাধ্যমের সহায়তায় দেখল বেশ কিছু মানুষের শূন্য থেকে শতকে পৌঁছে যাওয়ার উদাহরণ। তার মধ্যে ভুবন বাধ্যকার একজন।

ভুবনের নয়া অবতার
ভুবনের নয়া অবতার
বেলা আড়াইটা নাগাদ ভুবন বাদ্যকর (Kancha Badam | Bhuban Badyakar ) রবীন্দ্র সারনির যাত্রা সংস্থার অফিসে আসেন। অফিসে ঢোকার আগেই রীতিমতো ওই সংস্থার প্রযোজক বাপি বাবু, ভুবন বাদ্যকরকে কোথায় বসাবেন?কী করবেন? সেটা নিয়ে যথেষ্ট বিচলিত হয়ে পড়েন। মাটির মানুষ ভুবন। তিনি এবার'খোকাবাবুর খেলাঘর'নামে একটি যাত্রায় অভিনয় করছেন। বেশ খানিকটা লজ্জা এবং আড়ষ্টতা নিয়ে ভুবন ঢুকলেন অফিসে।
advertisement
advertisement
ভুবনকে জিজ্ঞাসা করা হল তিনি কি করবেন যাত্রায়? একগাল হেসে বললেন, "বিবেকের রোল করব। মানুষকে খুব হাসাব। আমার কাজ মানুষকে আনন্দ দেওয়া। আর সেই কাজটা পালন করব আমি।"  'শ্রীদুর্গা অপেরার' প্রযোজক বাপি বাবু বলেন, "যাত্রার নাটকের মধ্যে বিবেকের ভূমিকা একেবারে অবলুপ্ত হয়ে গিয়েছিল। ভুবনকে দিয়ে সেই বিবেকের রোলটি আবার ফিরিয়ে আনছি। আর যাই হোক ভুবনবাবু যে একেবারে গোবেচারা নন। তার মধ্যে কোষ শিল্পের যথেষ্ট পাঠ রয়েছে। সেটা তার কয়েকটি সংলাপ বলা এবং নতুন কয়েকটি গানের মাধ্যমে বোঝা গেল।তবে বাক্যে চাটুলতা এখনও পর্যন্ত তৈরি হয়নি তাঁর মধ্যে।"
advertisement
তবে যখন জিজ্ঞাসা করা হল মোবাইলের বোর্ড ভাঙা ৫ টাকা দাম। ওই বোর্ড ভাঙা কততে বিক্রি করতেন তিনি? (Kancha Badam | Bhuban Badyakar ) উনি রাখ -ঢাক না করে বললেন,'কুড়ি টাকায় বিক্রি করতেন।'  এবারের যাত্রায় চমক ভুবন বাদ্যকার। কারণ যাত্রা সংস্থাগুলো,ব্যবসা করবার জন্য প্রতিবারই কোন না কোন চমক দেন। এবার শ্রী দুর্গা অপেরার প্রযোজক যাত্রাপালায় নতুন চমক দিলেন, ভুবন বদ্যকরকে এনে। তবে ভুবন বাদ্যকরের এই বহুরূপী উত্থানে সমাজ মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এই শতাব্দী সামাজিক মাধ্যমের সহায়তায় দেখল বেশ কিছু মানুষের শূন্য থেকে শতকে পৌঁছে যাওয়ার উদাহরণ। তার মধ্যে ভুবন বাধ্যকার একজন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kancha Badam | Bhuban Badyakar : 'শ্রীদুর্গা অপেরা'র অফিসে হইহই কাণ্ড! এ কোন ভুবন? কাঁচা বাদামের পর ফের চমক বাদ্যকরের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement