Viral: এ কী কাণ্ড...! জোমাটোতে পাওয়া যাচ্ছে 'বউ' 'গার্লফ্রেন্ড'? অর্ডার দেখে চক্ষু চড়কগাছ...

Last Updated:

এবারের জোমাটোর ডেটা অনুযায়ী এই খাবারের অ্যাপেতে ৪৯৪০ জন প্রেমিকা সার্চ করেছেন। শুধু তাই নয় ৪০ জনের মতো স্ত্রীও সার্চ করেছেন বলে জানা গিয়েছে। 

News18
News18
‘জোমাটো’ বা ‘সুইগি’ শুনলেই মাথায় আসে খাবার ডেলিভারির কথা। যখন যা ইচ্ছে, তখন তা চলে আসে হাতের কাছে। কিন্তু বউ? গার্লফ্রেন্ড? এর জন্য তো ম্যাট্রিমনি বা টিন্ডার আছে। তাহলে জোমাটোর ব্যাপারটা কী? অবাক হবেন না… নিউ ইয়ারের দিনও ব্যাপক সংখ্যায় খাবারের অর্ডার আসে জোমাটোতে। কিন্তু এবারের জোমাটোর ডেটা অনুযায়ী এই খাবারের অ্যাপেতে ৪৯৪০ জন প্রেমিকা সার্চ করেছেন। শুধু তাই নয় ৪০ জনের মতো স্ত্রীও সার্চ করেছেন বলে জানা গিয়েছে।
advertisement
জোমাটোর ডেটা অনুযায়ী পাওয়া এই তথ্যটি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার মাধ্যমে টুইটারে পোস্ট হয়। পোস্ট ঘিরে তুমুল উত্তেজনাও দেখা গিয়েছে। পোস্টটিকে ঘিরে একাধিক কমেন্টও করেছে।
advertisement
এই পোস্টের পরেই একজন এক্স (টুইটার) ব্যবহারকারী মুস্তাফা খুন্দমিরি লিখেছেন, মানুষ এতটাও বোকা না যতটা তাদের দেখানো হচ্ছে। তিনি তাঁর পোস্টে একটা স্ক্রিনশট শেয়ার করেন যেখানে দুইটি রেস্তোরাঁর নাম দেখা যায়। একটির নাম গার্লফ্রেন্ড ফুড কোর্ট এটি অবস্থিত হায়দরাবাদের আমীরপিটে। আর দ্বিতীয়টির নাম গার্লফ্রেন্ড আরবিয়ান মান্ডি রেস্টুরেন্ট। এটাও হায়দরাবাদেই অবস্থিত।
advertisement
অনেক ব্যবহারকারী এই পোস্ট সম্পর্কে এক্স-এ অনেক হাস্যকর মন্তব্য পোস্ট করেছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, “এটি কেবল ভারতেই ঘটতে পারে।” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জোমাটোর বিবাহের ক্ষেত্রেও পা রাখার সুযোগ রয়েছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “কতজন লোক এই অর্ডার দিয়েছে তা জেনে আমি উত্তেজিত।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: এ কী কাণ্ড...! জোমাটোতে পাওয়া যাচ্ছে 'বউ' 'গার্লফ্রেন্ড'? অর্ডার দেখে চক্ষু চড়কগাছ...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement