Interesting Facts: মেয়েদের শার্টে 'পকেট' থাকে না কেন? আসল কারণ শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

Last Updated:

Interesting Facts: আপনি কি কখনও ভেবে দেখেছেন, কেন মেয়েদের কোনও জামায় পকেট থাকে না? কী কারণ রয়েছে এর পিছনে?

#কলকাতা: সাধারণত মহিলাদের জন্য যে শার্ট বাজারে বিক্রি হয় তাতে পকেট দেখতে পাওয়া যায় না। কিন্তু কেন মেয়েদের শার্টে পকেট থাকে না? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়। এমনকি অনেক মহিলাদের বলতে শোনা যায় শার্টে যদি পকেট থাকত, তাহলে কত সুবিধাই না হত! যদিও বর্তমানে অনেক ব্র্যান্ড তাদের কুর্তায় বা ট্রাউজারে পকেট ডিজাইন করা শুরু করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কেন মেয়েদের কোনও জামায় পকেট থাকে না? কী কারণ রয়েছে এর পিছনে?
শার্টে পকেট না থাকায় সত্যিই মেয়েদের এটা একটা সমস্যা। আপনি হয়তো বেশ কিছু জিনিস নিয়ে বাড়ি থেকে বেরোলেন। এরপর একটা ভিড় বাসে উঠলেন। তখন তো আর মোবাইল খুচরো টাকা আবার হাতব্যাগে ঢোকানো যায় না। তখন মনে হয় যে, একটা পকেট থাকলে ভালো হত। চট করে আমরা ট্রাউজারে খুচরো টাকা বা মোবাইল ঢুকিয়ে রাখতে পারতাম। কিন্তু যদিও তা হয় না।
advertisement
মেয়েরা কী চান?
advertisement
মেয়েরা সত্য়িই তাদের পোশাকে পকেট চান কিনা তা নিয়ে মিশ্র মত রয়েছে। শার্টে পকেট না থাকলেও কুর্তায়, ড্রেসে বা ট্রাউজারে যদি পকেট থাকে তাহলে সত্যিই অসুবিধা হয়। ফ্যাশনে যখন মিনিব্যাগ ইন, তখন এই ছোট পকেট কেন সব ব্র্যান্ডই তাদের পোশাকে যোগ করে না, এটা সব মহিলাদেরই প্রশ্ন। এ বিষয়ে সকলেই প্রায় একমত, সত্য়িই মেয়েদের পোশাকে পকেট থাকা জরুরি, ঠিক যেমন পুরুষদের পোশাকেও জরুরি!
advertisement
সৌন্দর্য নষ্ট হবে
প্রাচীন সময়ে যখন মেয়েদের শার্ট বা টপ ডিজাইন করা হতো, তখন সেই শার্টে বা টপে কোনও পকেট যোগ করা হত না। তখন মনে করা হত, যদি মেয়েদের জামায় পকেট থাকে, তাহলে সেই পকেটে তারা কিছু না কিছু রাখবেনই। আর এই কারণে তাদের ‘সৌন্দর্য’ নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করতেন তৎকালীন ডিজাইনাররা। সেই জন্য পোশাকে পকেট দেওয়া হত না। মেয়েরাও সেই ধরনের পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।
advertisement
বৈজ্ঞানিক কারণ
ঠিক কী কারণে মেয়েদের পোশাকে পকেট থাকে না? আসলে এর পিছনে কোনও বৈজ্ঞানিক কারণ নেই! কিন্তু পুরনো মানসিকতাই এর সঙ্গে জড়িয়ে আছে। প্রাচীন সময়ে যেহেতু পকেট রাখা হতো না, সেই সময় থেকেই একই বিষয় চলে আসছে। যদিও বর্তমানে মহিলারা এর প্রতিবাদ করেছেন। তারা পোশাকে পকেট রাখার দাবিও জানিয়েছেন। এখন মেয়েরা নিজেদের পছন্দ মতো পোশাকে পকেট যোগ করেন। সেরকম ধরনের পোশাক পরেন, যা তাদের নিজের পছন্দ।
advertisement
সময়ের পালাবদল
গত শতাব্দীতেও অধিকাংশ মহিলারাই চাকরিজীবী ছিলেন না। তাদের নিজেদের টাকা বহন করার কোনও অধিকার কার্যত ছিল না। তারা সব সময়ই বাড়ির পুরুষ সদস্যের উপর নির্ভরশীল ছিলেন। তাই তাদের পোশাকে পকেট রাখারও প্রয়োজন ছিল না। এরপর মেয়েরা হাতব্যাগ বা হ্যান্ডব্যাগ কিংবা পার্স ব্যবহার করতে শুরু করেন। তাতেই নিজেদের সামগ্রী রাখা শুরু করেন। তাই পোশাকে পকেট ফিরিয়ে আনার বা দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তবে এখন মেয়েরা নিজেদের পছন্দ মতো পোশাক পরেন। সেখানে তারা পকেট রাখতেও পারেন আবার নাও পারেন, এটা একান্তই নিজের পছন্দ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Interesting Facts: মেয়েদের শার্টে 'পকেট' থাকে না কেন? আসল কারণ শুনলে চমকে যাবেন গ্যারান্টি!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • শীতের আমেজ রাজ্য জুড়ে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement