ছিঃ! স্পাইসজেটে ধূমপান থেকে শুরু করে প্রকাশ্য রাস্তায় মদ্যপান, ববির ভিডিও বাইরে আসতেই তুলকালাম
Last Updated:
Bobby Kataria || ইউনিয়ন সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও (Jyotiraditya Scindia) ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ববি কাটারিয়ার (Bobby Kataria) একটি পুরনো ভিডিও ইন্টারনেটে নতুন করে আপলোড হতেই সারা দেশে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যদিও সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো নিশ্চিত করেছে যে, এই আপলোড হওয়া ভিডিওটি পুরনো এবং সেই সময়ে ববির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
#गुरूग्राम का रहने वाला #बॉबी_कटारिया.....सैंकड़ो #यात्रियों की जान को ख़तरे में डालते हुए.....@JM_Scindia जी देखिए कैसे सुरक्षा से खिलवाड़ है ये..... ये आदमी एक समय मे #गुरूग्राम #पुलिस #अधिकारियों को भी गाली देता था उन्होंने इलाज किया तो चुप हो गया था@AmitShah @PMOIndia pic.twitter.com/TLLSqkjVoG
— Dharamvir Sharma (@DharamvirNews) August 11, 2022
advertisement
advertisement
ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও (Jyotiraditya Scindia) ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে, এই ধরনের বিপদ ঘটানোর জন্য কোনও রকম অসহিষ্ণুতা সহ্য করা হবে না।
আরও পড়ুন: আবহাওয়া পরিবর্তন, সপ্তাহান্তে ভারী বৃষ্টি রাজ্যে, কোন কোন জেলায় কত বৃষ্টি হবে? রইল পূর্বাভাস
ওই ভিডিওটি শ্যুট করা হয়েছিল গত বছরের জানুয়ারি মাসে। দুবাই থেকে নয়াদিল্লিতে আসা স্পাইসজেট ফ্লাইটে এই ঘটনাটি ঘটিয়েছিলেন ববি। পরবর্তীতে ভিডিএটি আপলোডের পর ব্যাপক সমালোচনার মুখোমুখি হলে তা তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে ভিডিওটি ববি কাটারিয়ার ফেসবুক (Facebook) বা ইনস্টাগ্রামের (Instagram) পেজে পাওয়া যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেই অবশ্য এভিয়েশন সিকিউরিটি ববির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল।
advertisement
কয়েক সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়া তারকা স্পাইসজেট ফ্লাইটে শুয়ে সিগারেট খাচ্ছেন। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সমস্ত ফ্লাইটে ধূমপান নিষিদ্ধ। এএনআই অনুসারে, স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছিলেন যে, যাত্রী বা ক্রু কেউই এই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। বিষয়টি ২৪ জানুয়ারি, ২০২২ তারিখে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এয়ারলাইনের নজরে আসে। তবে ঘটনা এখানেই থেমে নেই।
advertisement
সম্প্রতি ববি আরেকটি ভিডিও আপলোড করেছেন, যেখানে তাঁকে দেহরাদুনের একটি ব্যস্ত রাস্তায় মদ খেতে দেখা যাচ্ছে। উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অশোক কুমার (Ashok Kumar) এই বিষয়ে তদন্ত শুরু করেছেন।
২৮ জুলাই হরিয়ানার বাসিন্দা কাটারিয়া তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করেছিলেন। এই ছোট ভিডিও ক্লিপটি এখ সারা দেশের নাগরিকদেরই ক্ষুদ্ধ করেছে। ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ওই ইনফ্লুয়েন্সারের প্রায় ৬.৩ লক্ষ ফলোয়ার্সও রয়েছে।
advertisement
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে ডিজিপি কুমার বলেছেন যে, "ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ববি রাস্তা অবরোধ করে জনসমক্ষে মদ খাচ্ছেন।" তিনি আরও জানিয়েছেন যে, এটি সম্পূর্ণরূপে অপরাধযোগ্য এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওই ভিডিওটিতে কাটারিয়াকে রাস্তার মাঝখানে একটি চেয়ারে বসে মদ খেতে দেখা যাচ্ছে। তাঁর এক সহযোগীর দ্বারা শ্যুট করা ওই ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ‘রোডস আপনে বাপ কি’ (Roads Apne Baap Ki) বলে একটি গানও বাজছে!
view commentsLocation :
First Published :
August 12, 2022 1:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ছিঃ! স্পাইসজেটে ধূমপান থেকে শুরু করে প্রকাশ্য রাস্তায় মদ্যপান, ববির ভিডিও বাইরে আসতেই তুলকালাম