বলুন তো, টিটি আর টিসি-র তফাত কী? স্টেশনে কে আপনার টিকিট চেক করে? TTE নাকি TC?

Last Updated:

Indian Railways TTE and TC differences: TTE এবং TC উভয়ের মৌলিক কাজ হল টিকিট চেক করা। কিন্তু পদ্ধতিতে একটি বড় পার্থক্য রয়েছে। আপনি যদি এখনও পর্যন্ত ভাবেন যে TTE এবং TC একই, তা হলে ভুল ভাবছেন। আসুন আপনাদের বলি এই দুই রেল কর্মীর মধ্যে পার্থক্য কী?

কলকাতা: ভারতীয় রেলে টিকিট ছাড়া ভ্রমণ করা অপরাধ। ট্রেনে টিকিট ছাড়া যাত্রী ধরা পড়লে তাদের জরিমানা করা হয়। রেল এই কাজের জন্য টিটিই এবং টিসি নিয়োগ করে।
এই দুই রেল কর্মচারীর কাজ ট্রেনে যাত্রীদের টিকিট চেক করা। উভয়ের কাজ একই হলেও অধিকারে সামান্য পার্থক্য রয়েছে।
TTE এবং TC উভয়ের মৌলিক কাজ হল টিকিট চেক করা। কিন্তু পদ্ধতিতে একটি বড় পার্থক্য রয়েছে। আপনি যদি এখনও পর্যন্ত ভাবেন যে TTE এবং TC একই, তা হলে ভুল ভাবছেন। আসুন আপনাদের বলি এই দুই রেল কর্মীর মধ্যে পার্থক্য কী?
advertisement
advertisement
আরও পড়ুন- সর্বনাশ!পৃথিবীর বিরাট বিপদ!ফুরিয়ে এসেছে অক্সিজেন, এরপর কী হবে?কতদিন আর অক্সিজেন?
TTE : রেলওয়ের এই কর্মচারী মেইল ​,​এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিট চেক করেন। TTE-এর মূল কাজ হল যাত্রীদের আইডি এবং আসন সংক্রান্ত তথ্য চেক করা। তাঁকে সর্বদা একটি কালো কোর্ট পরতে দেখা যায়। তাঁর কোর্টে স্পষ্টভাবে TTE লেখা থাকে। টিটিই-এর সমস্ত কার্যকলাপ ট্রেনের ভিতরেই হয়।
advertisement
টিটিই-এর মতো টিসির কাজও টিকিট চেক করা। কিন্তু অধিকারে পার্থক্য রয়েছে। টিটিই ট্রেনের ভিতরে টিকিট চেক করেন, টিসি (টিকিট কালেক্টর) প্ল্যাটফর্মে টিকিট চেক করে। টিসি অর্থাৎ টিকিট কালেক্টরকে বেশিরভাগ প্ল্যাটফর্মে টিকিট চেক করতে দেখা যায়। কখনও কখনও তারা স্টেশনের গেটে দাঁড়িয়ে টিকিট চেক করে।
আরও পড়ুন- ঘুমোনোর সময় কানে এসেছিল এক অদ্ভুত শব্দ ! শৌচাগারের দরজা খুলতেই চমকে গেলেন
TTE এবং TC উভয়ের ভূমিকা এবং ক্ষমতা ভিন্ন। নিয়ম অনুযায়ী, টিটিই যাত্রীদের গভীর রাতে টিকিট দেখানোর জন্য বিরক্ত করতে পারে না। টিটিইকে একটি নির্দিষ্ট সময়ের আগে টিকিট চেক করতে হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বলুন তো, টিটি আর টিসি-র তফাত কী? স্টেশনে কে আপনার টিকিট চেক করে? TTE নাকি TC?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement